বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2023 | Current Affairs 1st September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 1st September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st সেপ্টেম্বর 2023 | Current Affairs 1st September 2023

1. প্রতিবছর 31 শে আগস্ট আন্তর্জাতিক সংস্কৃত দিবস পালন করা হয়।

2. পাকিস্তানে ভারতের প্রথম Woman Charge d’Affaires হলেন গীতিকা শ্রীবাস্তব।

3. ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড 2023 হোস্ট করতে চলেছে কাশ্মীর।

4. সিভিল পেনশন ডিসবার্সমেন্ট এর জন্য বন্ধন ব্যাংককে ক্ষমতা প্রদান করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

5. রাজস্থানের প্রিয়ন সাইন কে মিস আর্থ ইন্ডিয়া 2023 সম্মানে সম্মানিত করা হলো।

6. অ্যাক্সিস ব্যাংক সম্প্রতি ইনফিনিটি সেভিংস একাউন্ট এর সূচনা করলো।

7. ইনোভেশনকে গুরুত্ব দিতে ভারত প্রথমবার অক্টোবরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সামিট হোস্ট করতে চলেছে।

8. ওড়িশাতে 27000 কোটি টাকার ভারতের বৃহত্তম গ্রীন হাইড্রোজেন প্রজেক্টের জন্য টাটা স্টিল এবং ACME গ্রুপ জোটবদ্ধ হলো।

9. নীতি আয়োগ এবং UNDP ভারতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে (SDGs) গতি প্রদান করতে জোটবদ্ধ হলো।

10. কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্প্রতি ‘Gruha Lakshmi’ স্কীম লঞ্চ করলেন।

আরও পড়ুন:

Leave a Comment