13th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs 2023 In Bengali 13th July

Rate this post

13th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 2023 In Bengali 13th July থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 13th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 2023 In Bengali 13th July যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

13th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs 2023 In Bengali 13th July

1. তৃতীয় জি-20 CWC মিটিংয়ে লাম্বনি শিল্পকলা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো।

2. SBI কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অভিজিৎ চক্রবর্তীকে নিযুক্ত করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI).

3. ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারত মোট 11 টি মেডেল (সোনা – 6 টি, সিলভার – 1 টি এবং ব্রোঞ্জ – 4 টি) জিতলো।

4. সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (CBDC) লেনদেনের জন্য UPI QR কোড আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

5. ভারতের প্রথম PSU হিসেবে Anti-Bribery ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন পেলো ONGC.

6. UAE তে অনুষ্ঠিত 34 তম আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড জিতলো ভারত।

7. ডলারের উপর নির্ভরতা কমাতে ভারত এবং বাংলাদেশ রূপীতে বাণিজ্যিক লেনদেন শুরু করলো।

8. ফ্রেঞ্চ মিলিটারি প্যারেডে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ অফ জুন আওয়ার্ড জিতলেন Wanindu Hasaranga (পুরুষ দল) এবং Ashleigh Gardner (মহিলা দল)।

10. ভারত সরকার ‘Nari Adalats’ নামক নতুন একটি ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে, এটি হলো গ্রাম্যস্তরে মহিলা বিশেষ কোর্ট।

আরও পড়ুন:

Leave a Comment