কারেন্ট অ্যাফেয়ার্স 5th আগস্ট 2023 | Current Affairs 2023 In Bengali 5th August

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 5th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 2023 In Bengali 5th August থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 5th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 2023 In Bengali 5th August যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 5th আগস্ট 2023 | Current Affairs 2023 In Bengali 5th August

1. ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকারীদের জন্য ‘Rajmargyatra’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো।

2. রাজস্থানের সরকারের জন্য 1974.07 কোটি টাকার অনুমোদন দিলো ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD).

3. স্টিল এবং সিভিল এভিয়েশন মন্ত্রী Jyotiraditya Scidia, NMDC এর নতুন লোগো উন্মোচন করলেন।

4. দক্ষিণ আফ্রিকাতে BRICS সামিটে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. S&P গ্লোবালের মতে আর্থিক বর্ষ 2024 – 2031 পর্যন্ত ভারত বার্ষিক গড়ে 6.7% এ অৰ্থনৈতিক বৃদ্ধি করতে চলেছে।

6. মধ্যপ্রদেশে ‘Unmesha’ এবং ‘Utkarsh’ উৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

7. প্রখ্যাত মারাঠি কবি Namdeo Dhondo Mahanor 81 বছর বয়সে প্রয়াত হলেন।

8. প্রতিরক্ষা সহযোগিতায় নতুন পদক্ষেপ হিসেবে ইউএস এর সাথে সিকিউরিটি চুক্তির মান্যতা দিলো পাকিস্তান।

9. Dispute Settlement এর জন্য কেন্দ্রীয় সরকার ‘Vivad se Vishwas 2.0’ স্কীম লঞ্চ করলো।

10. FIDE সূচীতে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে সর্বোচ্চ ভারতীয় হিসেবে স্থান অর্জন করলো ডি গুকেশ।

আরও পড়ুন:

Leave a Comment