Current Affairs 2023 In Bengali 5th May – বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2023

Rate this post

Current Affairs 2023 In Bengali 5th May: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2023 It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Current Affairs 2023 In Bengali 5th May (5th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

Current Affairs 2023 In Bengali 5th May – বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2023

1. ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইনোভেশন সার্ভে অনুযায়ী কর্ণাটক সবথেকে ইনোভেটিভ রাজ্যের তকমা পেলো।

2. ChatGPT কে টক্কর দিতে রাশিয়ার Sberbank Gigachat AI লঞ্চ করলো।

3. ফ্যাকাল্টি নিয়োগের জন্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) ইউনিফায়েড পোর্টাল CU-Chayan লঞ্চ করলো।

4. প্রথম ভারতীয় হিসেবে FIM ওয়ার্ল্ড জুনিয়রজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছেন Geoffrey Emmanuel.

5. হিমাচল প্রদেশ মন্ত্রী পরিষদ ইন্দিরা গান্ধী মহিলা সম্মান নিধি ইনিশিয়েটিভের মান্যতা দিলো, এর ফলে স্পিতি ভ্যালির মহিলারা মাসিক 1500 টাকা করে পাবে।

6. Toddy tappers দের জন্য ‘Geetha Karmikula Bhima’ নামক ইন্সুরেন্স স্কীমের ঘোষণা করলো তেলেঙ্গানা সরকার।

7. ভারতের SMBs কে সাহায্য করতে মাইক্রোসফট দুটি ইনিশিয়েটিভ লঞ্চ করলো, এগুলি হলো Microsoft for Small and Medium Businesses এবং Digital Transformation Helpline.

8. Michael Douglas কে Palme d’Or সম্মানে সম্মানিত করতে চলেছে Cannes Film Festival.

9. Forbes প্রকাশিত বিশ্বের 10 Highest-Paid Athletes তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শীর্ষ স্থান অধিকার করলো।

10. দুবাইতে অনুষ্ঠিত আরাবিয়ান ট্রাভেল মার্কেট 2023 এ পর্যটন মন্ত্রক অংশগ্রহণ করলো।

আরও পড়ুন:

Leave a Comment