16th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Bangla 16th July 2023

Rate this post

16th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs Bangla 16th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 16th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs Bangla 16th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

16th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Bangla 16th July 2023

1. বর্ষীয়ান মারাঠী অভিনেতা রবীন্দ্র মহাজানি 77 বছর বয়সে প্রয়াত হলেন।

2. কর্ণাটকের হাম্পিতে তৃতীয় শেরপা G20 মিটিং শুরু হলো।

3. ভারতের ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন মিশনকে সাহায্য করতে €1 বিলিয়ন লোনের প্রস্তাব দিলো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক।

4. তামিলনাড়ুর Authoor betel পাতা সম্প্রতি GI সার্টিফিকেট পেলো।

5. প্রথম মহিলা ব্যাংক প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতে চলেছেন Michele Bullock.

6. শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে চন্দ্রায়ন – 3 এর সফল উৎক্ষেপণ করলো ISRO.

7. প্রতিবছর 15 ই জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল দিবস পালন করা হয়, থিম – Skilling teachers, trainers and youth for a transformative future.

8. ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার Grand Cross of the Legion of Honour পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9. বাজরার ব্যবহারকে প্রমোট করার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং FSSAI চুক্তি স্বাক্ষর করলো।

10. কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আলেকজান্ডার থমাস কে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment