1st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs For SSC Cgl 1st July 2023

Rate this post

1st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স : Current Affairs For SSC Cgl 1st July 2023 প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে 1st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

1st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs For SSC Cgl 1st July 2023

1. ভারতীয় বংশোদ্ভূত স্যাটেলাইট ইন্ডাস্ট্রি এক্সপার্ট Aarti Holla-Maini কে UNOOSA এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

2. বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম কে ইউকে-ইন্ডিয়া আওয়ার্ড এ গ্লোবাল ইন্ডিয়ান আইকন ঘোষণা করা হলো।

3. উত্তরপ্রদেশের 7 টি হাতের তৈরি পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেলো।

4. ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স ‘5G & Beyond Hackathon 2023’ ঘোষণা করলো।

5. কেন্দ্রীয় মন্ত্রী পারশোত্তম রূপালা ‘Report Fish Disease’ অ্যাপ লঞ্চ করলেন।

6. দুই দেশের উন্নতির স্বার্থে ভারত এবং ইজরায়েল কৃষিক্ষেত্রে জোটবদ্ধ হতে চলেছে।

7. CBI তে স্পেশ্যাল ডিরেক্টর পদে আইপিএস অফিসার অজয় ভাটনগর কে নিযুক্ত করা হলো।

8. সম্প্রতি লাদাখে জনপ্রিয় হেমিস উৎসব শুরু হলো।

9. ভারতে রিসার্চ ইকো-সিস্টেম কে শক্তিশালী করে তুলতে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল 2023 এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্র পরিষদ।

10. সামুদ্রিক নিরাপত্তা কে বাড়াতে নিজেদের ডিফেন্স পার্টনারশিপকে আপগ্রেড করতে চলেছে ভারত এবং ফিলিপিন্স।

আরও পড়ুন:

Leave a Comment