Current Affairs For SSC Cgl 1st March 2023 – 1st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

1st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Current Affairs For SSC Cgl 1st March 2023 (1st মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Current Affairs For SSC Cgl 1st March 2023 – 1st মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. নর্দার্ন আয়ারল্যান্ড post-Brexit ট্রেডের উপর ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি স্বাক্ষর করলো।

2. প্রতিবছর 28 শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় ।

3. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (FICCI) নতুন সেক্রেটারি জেনারেল পদে শৈলেশ পাঠক কে নিযুক্ত করা হলো।

4. উত্তর-পূর্বের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্লান্টের উন্মোচন করলেন আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

5. ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটে 7200 কোটি টাকা বিনিয়োগের জন্য উত্তরপ্রদেশ সরকারের সাথে জাপান চুক্তি স্বাক্ষর করলো।

6. পরিবেশের জন্য এগ্রিকালচার ইনোভেশন মিশনে যোগদান করলো ভারত।

7. বলিউড অভিনেতা রণবীর সিং কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো PepsiCo ইন্ডিয়া।

8. ফিফা আওয়ার্ড 2022 এ বেস্ট ফিফা প্লেয়ার অফ 2022 হলেন লিওনেল মেসি, বেস্ট ফিফা ওমেন প্লেয়ার অফ 2022 হলেন Alexia Putellas, বেস্ট কোচ – Lionel Scaloni, বেস্ট গোলকিপার – Emiliano Martinez.

9. ডিরেক্টর জেনারেল কোয়ালিটি এসুরেন্স হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল RS Reen.

10. কম্পিউটার বিজ্ঞানী হরি বালকৃষ্ণন 2023 Marconi Prize জিতলেন।

আরও পড়ুন:

Leave a Comment