30th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Gksolve 30th July 2023

Rate this post

30th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs Gksolve 30th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 30th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs Gksolve 30th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

30th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Gksolve 30th July 2023

1. প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে ভারতীয় এয়ার ফোর্সের জন্য স্যাটেলাইট গড়ে তোলার অনুমতি পেলো Pixxel.

2. CRISIL এর কর্পোরেট ব্যাংকিং সূচী 2023 এ HDFC ব্যাংক, SBI কে ছাড়িয়ে গেল।

3. স্ট্যান্ডার্ড চার্টার্ড রিসার্চ অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতের জিডিপি $6 ট্রিলিয়নে পৌঁছাতে চলেছে।

4. প্রতিবছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়।

5. ‘Jupiter 3’ নামক বিশ্বের বৃহত্তম কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX.

6. নাইরোবিতে ইন্টারগভারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (IPCC) নতুন সভাপতি পদে ইউকে এর James Ferguson কে নির্বাচিত করা হল।

7. 2023 জুনিয়র এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অস্মিতা দে। গোল্ড জিতল।

8. জম্মু-কাশ্মীরের Kishtwa জেলাতে Machail মাতা যাত্রা শুরু হল।

9. গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া 2023 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. মধ্যপ্রদেশে ভারতের প্রথম অনলাইন গেমিং অ্যাকাডেমী ‘MP State Esports Academy’ গড়ে উঠতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment