19th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali 2023 19th July

Rate this post

19th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2023 19th July থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 19th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs In Bengali 2023 19th July যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

19th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali 2023 19th July

1. সিমেন্ট ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে Neeraj Akhoury কে নির্বাচিত করা হলো।

2. উত্তর কোরিয়া সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল Hwasong-18 এর পরীক্ষণ করলো।

3. কমিউনিস্ট নেতা N. Sankaraiah কে সম্মানীয় ডক্টরেট সম্মানে সম্মানিত করা হতে চলেছে।

4. SEBI এক্সিকিউটিভ ডিরেক্টর প্রমোদ রাও কে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি (IFSCA) বোর্ডে নিযুক্ত করলো অর্থ মন্ত্রক।

5. ISSF Shortgun ওয়ার্ল্ড কাপে Prithviraj Tondaiman ব্রোঞ্জ মেডেল জিতলেন।

6. পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7. প্যারিসে প্যারা এথলোটিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতলেন অজিত সিং।

8. মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক, ক্লাইমেট অ্যাকশন এবং ইনক্লুশনের উপর ভারত এবং ইউএস কাজ করতে চলেছে।

9. নোভাক জোকোভিচ কে হারিয়ে কার্লোস অ্যালকারেজ প্রথমবার উইম্বলডন খেতাব জিতলেন।

10. ওমান উপসাগরে চীন, রাশিয়া এবং ইরান একটি যৌথ নৌ-অনুশীলন ‘Security Bond-2023’ অংশগ্রহণ করলো।

আরও পড়ুন:

Leave a Comment