20th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali 2023 20th July

Rate this post

20th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2023 20th July থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 20th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs In Bengali 2023 20th July যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

20th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali 2023 20th July

1. সম্প্রতি অরুণাচল প্রদেশে Chachin Grazing উৎসব পালিত হলো।

2. গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 এর Curtain Raiser ইভেন্ট লঞ্চ করলেন পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।

3. নতুন দিল্লীতে CRCS – সাহারা রিফান্ড পোর্টালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

4. 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.8% থেকে কমিয়ে 6.4% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

5. আবুধাবির Adnoc এবং ফ্রান্সের TotalEnergies এর সাথে LNG চুক্তি করলো ইন্ডিয়ান অয়েল।

6. ভারতে টেকনোলজি অ্যাসেসমেন্ট এবং ড্রাইভ ইনোভেশনে আমূল পরিবর্তন আনতে TCRM Matrix Framework এর উন্মোচন করলো নীতি আয়োগ।

7. 25 তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারতীয় দল 27 টি মেডেল (গোল্ড – 6, সিলভার – 12 এবং ব্রোঞ্জ – 9) জিতলো।

8. SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেড (SBICAPS) এর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন Rajay Kumar Sinha.

9. হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023 এ সিঙ্গাপুর পাসপোর্ট শীর্ষস্থান অধিকার করলো, ভারত এই তালিকায় 80 তম স্থান অধিকার করলো।

10. নোকিয়া এবং টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল (TSSC) গুজরাটে 5G স্কিল ডেভেলপমেন্ট সেন্টার লঞ্চ করলো।

আরও পড়ুন:

Leave a Comment