বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th সেপ্টেম্বর 2023 | Current Affairs News 19th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs News 19th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs News 19th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th সেপ্টেম্বর 2023 | Current Affairs News 19th September 2023

1. শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপ 2023 খেতাব জিতলো ভারত, এটি ভারতের অষ্টম খেতাব।

2. ফেরারি চালক Carlos Sainz সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন।

3. ইউজিনে অনুষ্ঠিত ডায়ামন্ড লীগে ভারতের নীরাজ চোপড়া দ্বিতীয় স্থান অধিকার করলো।

4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সপো সেন্টার (IICC) এর ফেজ – I যার নাম ‘Yashobhoomi’ এর উন্মোচন করলেন।

5. রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা সাংস্কৃতিক এবং শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পেলো।

6. ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রকে ফ্রান্সের “Chevalier de l’Ordre des Arts et des Lettres” আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

7. MotoGP Bharat এর সাথে ইন্ডিয়ান অয়েল স্পন্সরশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।

8. আসাম রাজ্যপাল গুলাব চন্দ্র কাটারিয়া ‘Sarpanch Samvad’ অ্যাপের উন্মোচন করলেন।

9. প্রথমবার আয়োজিত UNCITRAL সাউথ এশিয়া কনফারেন্স 2023 হোস্ট করলো ভারত।

10. প্রখ্যাত লেখিকা-চলচ্চিত্র নির্মাতা গীতা মেহতা 80 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment