কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs October 2023 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Current Affairs October 2023 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 – Current Affairs October 2023 PDF
❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম
❏ নিয়োগ
❏ নির্বাচন জয় ও পদত্যাগ
❏ ব্যাঙ্ক ও অর্থনীতি
❏ যোজনা ও অভিযান
❏ পুরস্কার
❏ খেলাধুলা
❏ ইনডেক্স
❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ
❏ বই প্রকাশ
❏ প্রয়ান দিবস
❏ আন্তর্জাতিক বিষয়
❏ ইত্যাদি
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023:
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023: পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারেন্ট অ্যাফেয়ার্স GA বিভাগে বেশিরভাগ নম্বর বহন করে। অতএব, অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ (বাংলায় দৈনিক, সাপ্তাহিক, October 2023 Monthly Current Affairs in Bengali PDF) আপনার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
আরও ডাউনলোড করুন:
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 – Current Affairs October 2023 PDF
কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2023
1. এশিয়ান গেমস 2023 এ টেনিসে গোল্ড মেডেল জিতলো রোহান বোপান্না এবং রুতুজা ভোসলে জুটি।
2. বায়ু দূষণ রুখতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 15 পয়েন্টের উইন্টার অ্যাকশন প্লানের উন্মোচন করলেন।
3. Ruixiang Zhang কে গনিতে SASTRA রামানুজম প্রাইজে সম্মানিত করা হলো।
4. অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার (ASCI) চেয়ারম্যান পদে সৌগত গুপ্তকে কে নিযুক্ত করা হলো।
5. UPSC এর সদস্য হিসেবে অফিস এবং সিক্রেসির শপথ গ্রহণ করলেন ড. দীনেশ দাসা।
6. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) বোর্ডের চেয়ারম্যান পদে কে এন শনথ কুমারকে নির্বাচিত করা হলো।
7. এশিয়ান পেইন্টস এর সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন ড্যানি 79 বছর বয়সে প্রয়াত হলেন।
8. কাইমুর জেলায় দ্বিতীয় টাইগার রিজার্ভ গড়ে তুলতে চলেছে বিহার সরকার।
9. টাটা অ্যাডভান্সড সিস্টেমের চেয়ারম্যান পদে বনমালী আগারওয়ালকে নিযুক্ত করা হলো।
10. ইন্টেল ইন্ডিয়া প্রেসিডেন্ট পদে গোকুল সুব্রামনিয়াম কে নিযুক্ত করা হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2023
1. এশিয়ান গেমস 2023 এ পুরুষদের স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে ভারত গোল্ড মেডেল জিতলো।
2. প্রতিবছর 1 লা অক্টোবর International Day of Older Persons পালিত হয়, এবছরের থিম – ‘Fulfilling the Promises of the Universal Declaration of Human Rights for Older Persons: Across Generations’.
3. অপর্যাপ্ত মূলধনের জন্য Kapol কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).
4. এশিয়ান গেমস 2023 এ ভারতীয় শ্যুটার Sift Kaur Samra মহিলাদের 50 মিটার রাইফেলে গোল্ড মেডেল জিতলো।
5. 2023 ক্রিকেট বিশ্বকাপের জন্য ‘Blaze’ এবং ‘Tonk’ নামক অফিসিয়াল ম্যাস্কটের ঘোষণা করলো আইসিসি।
6. 28 তম ডিরেক্টর জেনারেল বর্ডার রোডস হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন।
7. নতুন দিল্লীতে PATA ট্রাভেল মার্ট 2023 হোস্ট করতে চলেছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম।
8. সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক অনুশীলনের 30 তম সংস্করণ সিঙ্গাপুরে সম্পন্ন হলো।
9. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লীতে ভারতীয় ভাষা উৎসব এন্ড টেকনোলজি এবং ভারতীয় ভাষা সামিট লঞ্চ করলেন।
10. কক্ষপথে Nour 3 নামক মিলিটারি ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করলো ইরানের IRGC.
কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2023
1. এশিয়ান গেমস 2023 এ পুরুষদের 3000m স্টিপলচেসে অবিনাশ সাবলে গোল্ড মেডেল জিতলেন।
2. জম্মু-কাশ্মীর সম্প্রতি 100% ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস মডেল স্ট্যাটাস অর্জন করলো।
3. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান নীতিন গুপ্তর কার্যকাল 30 শে জুন, 2024 পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার।
4. ফিউচার রেডি স্কিল তৈরির জন্য যুবদের কোর্স প্রদান করতে ভারত সরকার IBM এর সাথে 8 টি চুক্তি স্বাক্ষর করলো।
5. নতুন দিল্লীতে ICCR ইন্দো-ল্যাটিন আমেরিকা কালচারাল ফেস্টিভ্যালের চতুর্থ সংস্করণ এর আয়োজন করলো।
6. ন্যাশনাল স্মার্ট সিটিজ কনক্লেভ 2023 এ শ্রেষ্ঠ রাজ্যের তকমা পেলো মধ্যপ্রদেশ।
7. শ্রেষ্ঠ রুরাল ট্যুরিজম প্রজেক্ট 2023 এর জন্য পাঁচটি গ্রাম ‘Gold’ আওয়ার্ড জিতলো।
8. রাজ্যের ঘরবাড়িহীন পরিবারের জন্য নিজস্ব হাউসিং স্কীম লঞ্চ করলো ছত্তিশগড় সরকার।
9. এশিয়ান গেমস 2023 এ পুরুষদের ট্র্যাপ ইভেন্টে শ্যুটার Prithviraj Tondaiman, Kynan Chenai এবং Zoravar Singh Sandhu গোল্ড মেডেল জিতলেন।
10. GARBAGE FREE INDIA থিমের উপর নতুন দিল্লীতে SHRAMDAAN EVENT এর আয়োজন করলো MSME মন্ত্রক।
কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2023
1. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে অজয় জাদেজাকে নিযুক্ত করা হলো।
2. ওড়িশার সম্বলপুরে মাস্টার ট্রেনিং অফ ফুটবল ফর স্কুলস (F4S) শুরু হলো।
3. ভারতীয় পুরুষ ফুটবল দল SAFF অনুর্দ্ধ-19 চ্যাম্পিয়নশিপ জিতলো।
4. নাভাল ইনোভেশন এন্ড ইন্ডিজিনাইজেশন সেমিনারের দ্বিতীয় সংস্করণ (যেটি Swavlamban নামে পরিচি মচিত) হোস্ট করতে চলেছে ভারতীয় নৌবাহিনী।
5. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) আইআইটি দিল্লীতে একটি নতুন খাদি ইন্ডিয়া আউটলেট এর উদ্বোধন করলো।
6. প্রতি বছর 4 – 10 ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়, এবছরের থিম – Space and Entrepreneurship.
7. দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতিযুক্ত রেলওয়ে ‘Whoosh’ লঞ্চ করলো ইন্দোনেশিয়া।
8. Mohamed Muizzu সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন।
9. প্রতিবছর 3 রা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয়।
10. এশিয়ান গেমস 2023 এর শর্ট পুট ইভেন্টে সোনা জিতলেন Tajinderpal Singh Toor.
কারেন্ট অ্যাফেয়ার্স 5th অক্টোবর 2023
1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Nathdwara তে ট্যুরিস্ট ফ্যাসিলিটির উদ্বোধন করলেন।
2. প্রতিবছর 4 ই অক্টোবর World Animal Welfare Day পালিত হয়, এবছরের থিম – Great or Small, Love Them All.
3. জম্মু-কাশ্মীরের প্রসিদ্ধ Pashmina Craft সম্প্রতি জিআই ট্যাগ পেলো।
4. এশিয়ান গেমস 2023 এ অন্নু রানী মহিলাদের জ্যাভেলিন নিক্ষেপে গোল্ড মেডেল জিতলেন।
5. ভারতীয় সংবিধানের রূপকার বি আর আম্বেদকরের উচ্চতম মূর্তি যেটি ‘Statue of Equality’ নামে পরিচিত, উত্তর আমেরিকার মেরিল্যান্ডে উন্মোচন হতে চলেছে।
6. 2024 অর্থবর্ষের ভারতের জিডিপি গ্রোথ 6.3% এ স্থির রাখলো বিশ্ব ব্যাংক।
7. একদিবসীয় বিশ্বকাপ 2023 এর জন্য ‘গ্লোবাল আম্বাসাডর’ হিসেবে শচীন টেন্ডুলকারকে নিযুক্ত করলো আইসিসি।
৪. মস্কো ফরম্যাটের পঞ্চম মিটিংয়ে ভারত অংশগ্রহণ করলো।
9. ‘discovery and synthesis of quantum dots’ এর জন্য Moungi G. Bawendi, Louis E. Brus Alexei I. Ekimov কে রসায়নে নোবেল প্রাইজ 2023 এ সম্মানিত করা হলো।
10. নাভাল স্টাফের ডেপুটি চিফ পদের দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি।
কারেন্ট অ্যাফেয়ার্স 6th অক্টোবর 2023
1. প্রতিবছর 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
2. এশিয়ান গেমস 2023 এ ভারতীয় খেলোয়াড় Jyothi Surekha Vennam এবং Pravin Ojas Deotale কম্পাউন্ড আর্চারি মিক্সড টিমে গোল্ড মেডেল জিতলেন।
3. নীভ সাহিত্য উৎসব 2023 বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে, থিম – ‘What is childhood without stories?’.
4. HDFC ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO আদিত্য পুরী Deloitte এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে যোগদান করলেন।
5. মুনিশ কুমারকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI).
6. প্রতিবছর অক্টোবর 2 – 8 পর্যন্ত জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয়, থিম – Partnerships for Wildlife Conservation.
7. ভারত-বাংলাদেশ বার্ষিক যৌথ মিলিটারি অনুশীলন ‘SAMPRITI’ মেঘালয়তে শুরু হলো।
8. প্রতিবছর অক্টোবর মাস জুড়ে Breast Cancer Awareness মাস পালিত হয়।
9. এশিয়ান গেমস 2023 এর জ্যাভেলিন নিক্ষেপে নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন।
10. PayU এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) অনির্বান মুখার্জীকে PayU এর গ্লোবাল CEO পদে উন্নীত করা হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2023
1. মণিপুরী ভাষায় Dilip Nongmaithem বাল সাহিত্য পুরস্কার পেলেন।
2. নরওয়ের লেখক Jon Fosse বা Jon Olav Fosse সাহিত্যে নোবেল প্রাইজ 2023 জিতলেন।
3. ট্রাইবাল আফফায়ার্স মন্ত্রী অর্জুন মুন্ডা চতুর্থ একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ন্যাশনাল কালচার এন্ড লিটারারি ফেস্ট এবং কলা উৎসব 2023 এর উদ্বোধন করলেন
4. একটানা 15 তম কোয়াটারে GPF সুদের হার 7.1% এ অপরিবর্তিত রাখলো কেন্দ্রীয় সরকার।
5. ফিনটেক ইউনিকর্ন স্লাইস, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ করতে চলেছে।
6. এশিয়ান গেমস 2023 এ পুরুষদের 4×400m রিলেতে ভারতীয় দল সোনা জিতলো।
7. মহিলাদের 5000m রেস জিতে তৃতীয় ভারতীয় ট্র্যাক এন্ড ফিল্ড এথলিট হিসেবে পারুল চৌধুরী এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতলেন।
8. শ্রীনগর থেকে CRPF মহিলা বাইক এক্সিপিডিশন ‘Yashasvini’ এর সূচনা করলেন জম্মু-কাশ্মিরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
9. তামিল লেখিকা Ambai কে টাটা লিটারেচার লাইভ! লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড এ সম্মানিত করা হলো।
10. প্রথম ভারতীয় হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান আওয়ার্ড পেতে চলেছেন প্রখ্যাত লেখক সুধা মূর্তি।
কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2023
1. পরিবেশ পরিবর্তন নিয়ে গবেষণার জন্য প্রফেসর ড: জয়িতা গুপ্ত কে Dutch Spinoza প্রাইজে সম্মানিত করা হলো।
2. 2024 সালের 10 ই জানুয়ারি ভাইব্রান্ট গুজরাট সামিটের 10ম সংস্করণের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3. এশিয়ান গেমস 2023 এ ভারতের মহিলা কাবাডি দল গোল্ড মেডেল জিতলো।
4. প্রতিবছর 7 ই অক্টোবর World Cotton দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Making cotton fair and sustainable for all, from farm to fashion’.
5. REC সম্প্রতি 54EC Bonds ইনভেস্টরদের জন্য ‘SUGAM REC’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো।
6. রিলায়েন্সের জিও মার্ট এম এস ধোনিকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।
7. অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস দেরাদুনে শুরু হলো, এটির থিম – Policing in Amrit Kaal.
8. এশিয়ান গেমস 2023 এ মহিলাদের তীরন্দাজীতে জ্যোতি সুরেখা ভেন্নাম গোল্ড মেডেল জিতলেন।
9. মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘোষণা অনুযায়ী রাজস্থানে তিনটি নতুন জেলা গড়ে উঠতে চলেছে।
10. দিল্লী এয়ারপোর্টে বৃহদাকার ইঞ্জিনিয়ারিং ওয়ারহাউস স্থাপন করলো এয়ার ইন্ডিয়া।
কারেন্ট অ্যাফেয়ার্স 9th অক্টোবর 2023
1. এশিয়ান গেমস 2023 এ ভারতীয় পুরুষ হকি দল গোল্ড মেডেল জিতলো।
2. দেশের চতুর্থ রাজ্য হিসেবে ই-ক্যাবিনেট সিস্টেম চালু করলো ত্রিপুরা।
3. গ্রীনওয়াশিং এর বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের প্রথম গ্রীন বন্ড স্ট্যান্ডার্ড এর মান্যতা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন।
4. মহিলা নেতৃত্বাধীন ডেভেলপমেন্ট এর উপর গোয়াতে প্রথম স্টেট ওয়ার্কশপের আয়োজন করলো নীতি আয়োগ।
5. অরুণাচল প্রদেশের Yak Churpi সম্প্রতি জিআই ট্যাগ পেলো।
6. আগস্ট 2024 পর্যন্ত SBI চেয়ারম্যান দীনেশ খারার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার।
7. Narges Mohammadi কে নোবেল শান্তি পুরস্কার 2023 এ সম্মানিত করা হলো।
8. টেলিকম জায়েন্ট নোকিয়া বেঙ্গালুরু তে 6G ল্যাব ফ্যাসিলিটি চালু করলো।
9. এশিয়ান গেমস 2023 এ ভারতীয় পুরুষ ক্রিকেট দল গোল্ড মেডেল জিতলো।
10. সরকার চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষন প্রদান করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2023
1. ‘Nav-eCash’ কার্ড লঞ্চ করার জন্য ভারতীয় নৌবাহিনী এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।
2. Claudia Goldin কে অর্থনীতি বিজ্ঞানে নোবেল প্রাইজ 2023 সম্মানে সম্মানিত করা হলো।
3. গ্রীন হাইড্রোজেনের জন্য ভারত এবং সৌদি আরব চুক্তি স্বাক্ষর করলো।
4. দ্রুততম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে 1000 রান সম্পন্ন করলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
5. প্রতিবছর 9 ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়জ এবছরের থিম – Together for Trust: Collaborating for a safe and connected future, প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়।
6. তেলেঙ্গানাতে Sarakka Central Tribal University নামক ট্রাইবাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
7. মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দেশের প্রথম হাই-টেক স্পোর্টস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8. জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রামস্বামী এন কে নিযুক্ত করা হলো।
9. 2023 বর্ষের জন্য ভারতের গ্রোথ 6.6% নির্ধারণ করলো UNCTAD.
10. ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা Terence Davies 77 বছর বয়সে প্রয়াত হলেন।
কারেন্ট অ্যাফেয়ার্স 11th অক্টোবর 2023
1. ইন্ডিয়ান ওসান রিম এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছে শ্রীলংকা।
2. জুডিশিয়াল সার্ভিসে EWS দের জন্য 10% সংরক্ষনের ঘোষণা করলো বিহার সরকার।
3. বৈদেশিক বাণিজ্য নীতি 2023 এর অধীনে ‘স্ট্যাটাস হোল্ডার’ সার্টিফিকেট এর উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।
4. দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে ভারত এবং তাঞ্জানিয়ার মধ্যে 15 টি চুক্তি স্বাক্ষর হতে চলেছে।
5. প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, থিম – Mental health is a universal human right.
6. 2024 সালের 31 শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ‘বিমা বাহক’ চালু করার কথা ঘোষণা করলো ইন্সুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI).
7. দেশের প্রাচীনতম থিংক ট্যাংক USI প্রথমবার ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ উৎসবের আয়োজন করতে চলেছে।
8. মাত্র 2 ঘন্টা 35 সেকেন্ড সময় নিয়ে পুরুষ ম্যারাথন এর বিশ্ব রেকর্ড ভাঙলো কেনিয়ার Kelvin Kiptum.
9. উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম হাউস্টনে চালু করা হলো।
10. গোয়াতে ভারতীয় নৌবাহিনী বার্ষিক যৌথ HADR অনুশীলন 2023 হোস্ট করলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2023
1. প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা মজবুত করতে ভারত এবং ইতালির মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো।
2. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সাহায্যে তৈরি দেশের বৃহত্তম প্রজেক্ট 82 কিমি পদ্মা ব্রিজ রেল লিঙ্ক এর উন্মোচন করলেন।
3. চারচাকার গাড়ির জন্য EV চার্জার স্থাপনের জন্য Bridgestone এবং Tata Power জোটবদ্ধ হলো।
4. ইকোনমিক করিডর প্রজেক্টের জন্য আসাম সরকার 3000 কোটি টাকার মান্যতা দিলো।
5. ভারতে অলিম্পিকের গুরুত্ব প্রমোট করতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে রিলায়েন্স ফাউন্ডেশন জোটবদ্ধ হলো।
6. হুরুন লিস্ট অনুযায়ী, ভারতের ধনীতম তালিকায় গৌতম আদানীকে টপকে গেলেন মুকেশ আম্বানি।
7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.3% নির্ধারণ করলো IMF.
8. প্রতি বছর 11 ই অক্টোবর International Day of the Girl Child পালন করা হয়, এবছরের থিম – ‘Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being’.
9. ন্যাশনাল গেমস 2023 এর 37 তম সংস্করণ অক্টোবর 26 থেকে 9 নভেম্বর পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত চলেছে।
10. নতুন দিল্লীতে 26 তম এনার্জি টেকনোলজি সম্মেলনের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী।
কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2023
1. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং ইন্টেলিজেন্ট গ্রিভান্স মনিটরিং সিস্টেম (IGMS) 2.0 পাবলিক গ্রিভান্স পোর্টাল লঞ্চ করলেন।
2. ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন অজয়’ লঞ্চ করলো ভারত সরকার।
3. এই নিয়ে টানা দুবছর ‘বেস্ট ইনোভেশন ইং রিফাইনারি’ আওয়ার্ড জিতলো MRPL.
4. 100 মিটার দৌড়ে 10.23 সেকেন্ড নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন Manikanta H Hoblidhar.
5. বিশ্বকাপ 2023 এ ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা, এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়মারার রেকর্ডও গড়লেন।
6. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সম্প্রতি “Krish, Trish, and Baltiboy – Bharat Hain Hum” নামক অ্যানিমেটেড সিরিজের ট্রেলারের উন্মোচন করলেন।
7. প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার World Sight Day (এবছর 12 ই অক্টোবর) পালিত হয়, থিম – Love Your Eyes at Work’.
8. ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য ‘Mera Yuva Bharat’ নামক স্বশাসিত সংস্থা স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
9. গাঙ্গেয় ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলো উত্তর প্রদেশ সরকার।
10. 11 তম সুলতান অফ জহর কাপ মালয়েশিয়ার জহরে অনুষ্ঠিত হতে চলেছে।
কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2023
1. উদয়পুর ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটিতে পরিণত হতে চলেছে।
2. তামিল লেখক শিবশঙ্করীকে সম্মানীয় ‘সরস্বতী সম্মান 2022’ এ সম্মানিত করা হলো।
3. অরুণাচল প্রদেশে 118.50 কোটি টাকার 7 টি ব্রিজ প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী।
4. ভারত এবং ফ্রান্স এর প্রতিরক্ষা মন্ত্রী প্যারিসে পঞ্চম বার্ষিক ডিফেন্স ডায়ালগ সম্পন্ন করলো।
5. ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সাথে মিলে ভারতীয় পার্লামেন্ট নবম P20 সামিট নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে।
6. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2023 এ ভারত 125 টি দেশের মধ্যে 111 তম স্থান অধিকার করলো।
7. মেন্টাল হেল্থ এন্ড কাউন্সেলিং এ টেলিকমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করার জন্য উত্তরপ্রদেশ পুরস্কার জিতলো।
8. অলিম্পিকে গোল্ড মেডেল বিজেতা নীরাজ চোপড়াকে Laureus এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।
9. পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর 5.39 কোটি টাকা ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক।
10. প্রতিবছর 13 ই অক্টোবর International Day for Disaster Risk Reduction পালিত হয়, এবছরের থিম – ‘Fighting inequality for a resilient future’.
কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2023
1. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর সেপ্টেম্বর হলেন শুভমান গিল (পুরুষ দল) এবং চামারি আথাপাত্থ (মহিলা দল)।
2. এবছর 14 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালিত হলো, থিম – Water: Sustaining Bird Life.
3. মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এর জন্য ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘জুহি’ নামক ম্যাসকটের উন্মোচন করলেন।
4. হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস অফিসার সন্দীপ শানডিল্য।
5. মুম্বাইতে 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6. ওয়ার্ল্ড এথলিট অফ দি ইয়ার আওয়ার্ড 2023 এর জন্য নীরাজ চোপড়াকে মনোনীত করা হলো।
7. মার্চেন্টদের উপর গুরুত্ব দিয়ে ‘Xtreme’ নামক পার্সেল ডেলিভারি সার্ভিসের সূচনা করলো Zomato.
8. প্রথমবার সিয়াচেন হিমবাহতে মোবাইল টাওয়ার স্থাপন করলো ভারতীয় আর্মি।
9. মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স ইন ফিল্ম লাইফটাইম আওয়ার্ড এ সম্মানিত করা হতে চলেছে।
10. NTPC Green Energy JV তে 1660 কোটি টাকা বিনিয়োগের মান্যতা দিলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বোর্ড।
কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2023
1. অ্যাকাডেমিক সহযোগিতার জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউনট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) চুক্তি স্বাক্ষর করলো।
2. 2028 অলিম্পিকে টি-20 ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সুপারিশ গ্রহণ করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC).
3. মাল্টি-ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকসেসের জন্য ওয়ান স্টপ সলিউশন ‘iFinance’ লঞ্চ করলো ICICI ব্যাংক।
4. ফোর্বস প্রকাশিত “World’s Best Employers 2023” তালিকায় একমাত্র ভারতীয় PSU হিসেবে স্থান পেলো NTPC.
5. Knight Frank ইনডেক্স অনুযায়ী মুম্বাই, বেঙ্গালুরু এবং নতুন দিল্লী যথাক্রমে 19 তম, 22 তম এবং 25 তম স্থান অধিকার করে।
6. $69 বিলিয়ন অর্থের বিনিময়ে Activision Blizzard কে কিনে নিলো মাইক্রোসফট।
7. গোয়াতে 20 – 28 শে নভেম্বর পর্যন্ত 54 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হতে চলেছে।
8. রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ RITES Ltd সম্প্রতি ‘নবরত্ন’ স্ট্যাটাস পেলো।
9. Ind Bank হাউসিং লিমিটেডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
10. ভি জে কুরিয়ানকে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করলো সাউথ ইন্ডিয়ান ব্যাংক।
কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2023
1. ‘স্পেস অফ হুইলস’ এক্সহিবিশনের জন্য ইসরো এবং Vijnana Bharati জোটবদ্ধ হলো।
2. ভারতের বাইরে উচ্চতম 19 ফুট লম্বা বি আর আম্বেদকর মূর্তি ওয়াশিংটনে উন্মোচন করা হলো।
3. শিক্ষামন্ত্রক এবং ভারত সরকার সম্প্রতি APAAR ID যেটি “One Nation One Student ID Card” শুরু করলো।
4. ভারত সরকার 23 শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করলো।
5. পাঞ্জাবের Nawanpind Sardaran গ্রামটি বেস্ট Tourism Village আওয়ার্ড জিতলো।
6. ইন্ডিয়ান রিনিউইবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের ডিরেক্টর (ফাইন্যান্স) পদের দায়িত্ব নিলেন বিজয় কুমার মোহান্তি।
7. 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে তৈরি কেরালায় রাজ্যের প্রথম বিল্ডিং ‘Amaze-28’ এর উদ্বোধন করা হলো।
8. প্রতিবছর 16 ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়, এবছরের থিম – Water is life, water is food. Leave no one behind.
9. প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এম এস গিল 86 বছর বয়সে প্রয়াত হলেন।
10. FIDE ওয়ার্ল্ড জুনিয়র র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন রৌনক সাধয়ানী।
কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2023
1. মুম্বাইতে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 এর তৃতীয় সংস্করণ এর ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2. মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে নিযুক্ত করা হলো।
3. প্রতিবছর 17 ই অক্টোবর International Day for the Eradication of Poverty পালন করা হয়, এবছরের থিম – Decent Work and Social Protection, এছাড়া গত 16 ই অক্টোবর World Anaesthesia Day 2023 পালিত হলো, থিম – Anaesthesia and Cancer Care.
4. প্রথম রাজ্য হিসেবে শ্রমিকদের নূন্যতম মজুরি নিশ্চিতকরণে পদক্ষেপ নিলো ঝাড়খন্ড সরকার।
5. উত্তরপ্রদেশ সরকার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন প্রোগ্রাম ‘Swachch Tyohar, Swasth Tyohar’ লঞ্চ করলো।
6. ভারত এবং ইউকে এর মধ্যে নতুন দিল্লীতে প্রথমবার 2+2 ফরেন এন্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো।
7. আহমেদাবাদের পেরি-আরবান অঞ্চলের উন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $181 মিলিয়ন বিনিয়োগ করলো।
8. FICCI সার্ভে অনুযায়ী 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.3% হতে চলেছে।
9. রিটেইলারদের সশক্তিকরণের জন্য NSDC এবং Coca-Cola ইন্ডিয়া ‘Super Power Retailer Program’ লঞ্চ করলো।
10. প্রখ্যাত মালয়ালাম ফিল্ম প্রোডিউসার পি ভি গঙ্গাধরণ 80 বছর বয়সে প্রয়াত হলেন।
কারেন্ট অ্যাফেয়ার্স 19th অক্টোবর 2023
1. গ্লোবাল অন-টাইম পারফরম্যান্স সূচীতে কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট শীর্ষস্থান অধিকার করলো।
2. ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (IDFC) এবং IDFC ফার্স্ট ব্যাংকের মার্জের অনুমোদন দিলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।
3. উত্তর-পূর্ব রাজ্য আসামে কাটি বিহু উৎসব উদযাপিত হলো।
4. রেগুলেটারি ভায়োলেশনের জন্য অসিআইসিআই ব্যাংক এবং কোটাকে মাহিন্দ্রা ব্যাংকের উপর ফাইন চাপালো রিজার্ভ ব্যাংক।
5. উজ্জ্বলা স্কীম সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ঘোষণা করলেন ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
6. ভারতের 303 জন অ্যাথলিট চীনে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ এশিয়ান প্যারা গেমসে অনুষ্ঠিত হতে চলেছে।
7. স্কিল ডেভেলপমেন্ট এবং এন্থ্রাপ্রিনিউরশিপ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লীতে IndiaSkills 2023-24 লঞ্চ করলেন।
8. 2030 সালের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারে ভারত 143 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
9. গত 17 ই অক্টোবর বিশ্ব ট্রমা দিবস পালিত হলো।
10. উত্তরাখণ্ডে 4200 কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2023
1. গ্লোবাল পেনশন ইনডেক্স 2023 এ ভারত 45 তম স্থান অধিকার করলো, নেদারল্যান্ডস শীর্ষস্থান অধিকার করলো।
2. ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক আফফায়ার্স (CCEA) লাদাখে 13 GW গ্রীন এনার্জি করিডোর প্রজেক্টের মান্যতা দিলো।
3. ওড়িশা এবং ত্রিপুরার রাজ্যপাল পদে রঘুবর দাস এবং ইন্দ্র সেন রেড্ডি নাল্লুকে নিযুক্ত করা হলো যথাক্রমে।
4. উত্তর প্রদেশে দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম লঞ্চ হতে চলেছে।
5. গ্লোবাল রিমোট ওয়ার্ক ইনডেক্সে ভারত 108 টি দেশের মধ্যে 64 তম স্থান অধিকার করলো।
6. ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন বোর্ডে ড: মীনেশ শাহ কে নির্বাচিত করা হলো।
7. Sanjay Kulshreshtha কে HUDCO এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।
8. ক্যামব্রিয়ান প্যাট্রোল 2023 মিলিটারিতে ভারতীয় সেনাবাহিনী গোল্ড মেডেল জিতলো।
9. সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আশুতোষ শর্মা যুবরাজ সিংয়ের দ্রুততম 50 রানের রেকর্ড ভাঙলো।
10. ইকুয়েডরের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে Daniel Noboa কে নির্বাচিত করা হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2023
1. প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব জুড়ে International Chefs Day পালিত হয়, এছাড়া এই দিনটি বিশ্ব স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবেও পালিত হয়।
2. 2030 সালের মধ্যে গ্লোবাল ট্রাভেলে ভারত চতুর্থ বৃহত্তম Spender হতে চলেছে।
3. ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) সাইক্লোন তেজ সম্পর্কে মুম্বাইকে সতর্ক করলো।
4. তিনটি টাইগার রিজার্ভের জন্য স্পেশ্যাল টাইগার প্রটেকশন ফোর্স গঠনের অনুমোদন দিলো অরুণাচল প্রদেশ মন্ত্রী পরিষদ।
5. অসমের গুয়াহাটিতে নবনির্মিত ‘শ্রদ্ধাঞ্জলি’ ফ্লাইওভারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
6. বিশ্বের নাম্বার ওয়ান দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে কৃতিত্ব অর্জন করলো ভারতীয় গ্র্যান্ডমাস্টার কার্থীকেয়ান মুরলি।
7. ‘Freight Tiger’ এর 27% মালিকানা অর্জন করতে 150 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা মোটরস।
8. ক্রিকেটার মোহাম্মদ সামীকে Puma এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।
9. সাস্টেনবিলিটি ইনিশিয়েটিভ এর জন্য দি ইনস্টিটিউট অফ চার্টাড একাউনট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) সম্মানীয় ইউএন আওয়ার্ড পেলো।
10. ষষ্ঠ এসেম্বলি অফ দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নতুন দিল্লীতে 30 শে অক্টোবর থেকে 2 রা নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।
কারেন্ট অ্যাফেয়ার্স 22nd অক্টোবর 2023
1. প্রতিবছর 21 শে অক্টোবর National Police Commemoration দিবস পালিত হয়।
2. কোটাক মাহিন্দ্রা ব্যাংককে MFI Sonata Finance আয়ত্ত করার মান্যতা দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
3. ভারতীয় মার্কেটের জন্য ঈপ্সিতা দাশগুপ্তকে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো HP.
4. অগ্রিম বুকিং করা মিল ডেলিভারির জন্য IRCTC এবং Zomato জোটবদ্ধ হলো।
5. ভারতের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রেন সার্ভিস ‘Namo Bharat’ (RapidX) এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6. ভারতীয় নৌবাহিনীতে তৃতীয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার Yard 12706 (Imphal) অন্তর্ভুক্ত হলো।
7. MILAN 24 (মাল্টিল্যাটারাল নাভাল এক্সারসাইজ 2024) এর জন্য মিড-প্লানিং কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারতীয় নেভী।
8. পন্ডিত অজয় চক্রবর্তীকে ‘দুর্গা ভারত সম্মানে’ সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
9. অরুণাচল প্রদেশের ইটানগরে একটি সাব-অফিস স্থাপন করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।
10. প্রথম দেশ হিসেবে অফশোর ভ্যাসেল থেকে Electromagnetic Railgun লঞ্চ করলো জাপান।
কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2023
1. ভারতে অনলাইন অর্থনৈতিক দুর্নীতি রুখতে গুগল DigiKavach প্রোগ্রাম লঞ্চ করলো।
2. ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন, ইসরোর গগনযান মিশনের জন্য ডিজাইন করা Test Vehicle-D1 (TV-D1) সফল উড়ান সম্পন্ন করলো।
3. ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (UNWTO) এর বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023 সম্মান পেলো গুজরাটের Dhordo.
4. 2024 সালে E-Prix এর দ্বিতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে হায়দ্রাবাদ।
5. ইউরোপিয়ান ইউনিয়নের এর Sakharov প্রাইজ 2023 জিতলেন Jina Mahsa Amini.
6. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরী নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘The Reverse Swing: Colonialism to Cooperation’, এটি লিখেছেন অশোক ট্যান্ডন।
7. 21 তম ভারত-ফ্রান্স মিলিটারি সাব-কমিটি মিটিং নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।
8. জেনেভাতে UN এর ভারতের রাষ্ট্রদূত পদে অরিন্দম বাগচীকে নিযুক্ত করা হলো।
9. দুই দিন ব্যাপী Anthurium উৎসব মিজোরাম রাজ্যে উদযাপিত হলো।
10. দুবাইতে বিশ্বের প্রথম জেন্ডার ব্যালেন্স ফ্রেমওয়ার্ক অনুষ্ঠিত হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 24th অক্টোবর 2023
1. ভারতের গ্রীন এনার্জি ক্যাপাসিটিকে গতি প্রদান করতে চলেছে NLC ইন্ডিয়া গ্রীন এনার্জি লিমিটেড।
2. হাভার্ড ল’ স্কুল ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ‘আওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ’ সম্মানে সম্মানিত করলো।
3. উদয় কোটাকের পরিবর্তে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন সিইও হতে চলেছেন অশোক ভাস্বনি।
4. দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিবসীয় ক্রিকেটে 2000 রান সম্পন্ন করলেন শুভমান গিল।
5. নন-বাসমতি চাল এক্সপোর্ট বিজনেসের মান্যতা দিলো ভারত সরকার।
6. নতুন দিল্লীতে ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
7. গত 22 শে অক্টোবর International Stuttering Awareness দিবস পালিত হলো, থিম – One Size Does NOT Fit All.
8. IRCTC এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে সঞ্জয় কুমার জেইনকে নিযুক্ত করা হলো।
9. আবুধাবি মাস্টার্স 2023 এ মহিলা একক বিভাগে খেতাব জিতলেন Unnati Hooda.
10. Wagh Bakri Tea Group এর এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাই 49 বছর বয়সে প্রয়াত হলেন।
কারেন্ট অ্যাফেয়ার্স 25th অক্টোবর 2023
1. প্রতিবছর 24 শে অক্টোবর সম্মিলিত জাতীপুঞ্জ দিবস পালিত হয়, এছাড়া এই দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবেও পালিত হয়।
2. বর্ষীয়ান স্পিনার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিষান সিং বেদী 77 বছর বয়সে প্রয়াত হলেন।
3. তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ‘Project Nilgiri Tahr’ লঞ্চ করলেন।
4. নীতি লঙ্ঘনের কারণে L&T Finance এর উপর 2.5 কোটি টাকা ফাইন চাপালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
5. বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ইভেন্ট ‘Bharat Tex 2024’ হোস্ট করতে চলেছে ভারত।
6. ক্রপ ইন্সুরেন্স পোর্টাল কভারেজ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার 30,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
7. ‘Indianisation’ প্রমোট করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রজেক্ট ‘Udbhav’ লঞ্চ করলেন।
8. গান্ধীনগরে ভারতের প্রথম তরল ন্যানো DAP ফার্টিলাইজার প্লান্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
9. জাপান এবং ইউএস এর সাথে প্রথমবার যৌথ এয়ার ড্রিল সম্পন্ন করলো দক্ষিণ কোরিয়া।
10. ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিসেস (আর্মড ফোর্সেস) এর দায়িত্ব নিলেন এয়ার মার্শাল সাধনা নায়ার।
কারেন্ট অ্যাফেয়ার্স 26th অক্টোবর 2023
1. দেশের পর্যটন শিল্পকে গতি প্রদান করতে ভারতীয়দের জন্য বিনামূল্যে ভিসার ঘোষণা করলো শ্রীলঙ্কা।
2. গত 24 শে অক্টোবর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন দিবস পালন করা হলো।
3. পরের বছরে লঞ্চ করার জন্য বিক্রম – 1 রকেটের উন্মোচন করলো স্কাইরুট অ্যারোস্পেস।
4. IQAir এর মতে গ্লোবালি দ্বিতীয় দূষিততম শহরের তকমা পেলো মুম্বাই।
5. S&P গ্লোবালের মতে জাপানকে অতিক্রম করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হতে চলেছে ভারত।
6. প্রতিবছর অক্টোবরের 24 – 30 পর্যন্ত UN Disarmament সপ্তাহ পালিত হয়।
7. ক্রিকেটার এম এস ধোনিকে Lay’s এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।
8. মাত্র 40 বলে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল।
9. প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাকশন নায়ক Richard Roundtree 81 বছর বয়সে প্রয়াত হলেন।
10. ইউএস রাষ্ট্রপতি জো বিডেন সম্প্রতি অশোক গ্যাডগিলকে হোয়াইট হাউস ন্যাশনাল মেডেল ফর টেকনোলজি এন্ড ইনোভেশন সম্মানে এবং সুব্রা সুরেশকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স সম্মানে সম্মানিত করলেন।
কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2023
1. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী ড. এস জয়শঙ্কর কিরগিস্তানে সফরে গেলেন 22 তম SCO কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট মিটিং এর অংশগ্রহণের জন্য।
2. আগামী 2 রা ডিসেম্বর থেকে দুইদিন ব্যাপী বেঙ্গালুরু সাহিত্য উৎসব শুরু হতে চলেছে।
3. অভিনেতা রাজকুমার রাওকে ‘ন্যাশনাল আইকন’ হিসেবে নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন।
4. ইউএস হাউস রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার হিসেবে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসনকে নির্বাচিত করা হলো।
5. 237 কোটি টাকা অর্থের গ্রাফিন প্রোডাকশন ফ্যাসিলিটি স্থাপন করতে চলেছে কেরল সরকার।
6. প্রাক্তন মুম্বাই ব্যাটসম্যান অমল মজুমদারকে ভারতীয় মহিলা জাতীয় দলের প্রধান কোচ পদে নিযুক্ত করা হলো।
7. উত্তরপূর্বে দায়িত্বযুক্ত পর্যটনের জন্য গ্রীন ট্যুরিজম কনক্লেভ হোস্ট করলো শিলং।
8. বিশ্বের বৃহত্তম ঘোস্ট পার্টিকেল ডিটেক্টর ‘Trident’ তৈরি করতে চলেছে চীন।
9. TB অ্যাডভাইজারি গ্রুপে ISB অধ্যাপক সারাং দেও কে নিযুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).
10. ভারতে অ্যারোস্পেস এডুকেশন এবং ইনোভেশন প্রমোট করতে Airbus এবং আইআইটি কানপুর জোটবদ্ধ হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2023
1. জয়পুরের টেকনো হাবে ‘iStart Talent Connect Portal’ লঞ্চ করলেন রাজস্থান সরকার।
2. নতুন দিল্লীতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর সপ্তম সংস্করণ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3. AI দ্বারা উন্নত হোম-সার্ভিস প্রদান করতে রিলায়েন্স জিও এবং Plume জোটবদ্ধ হলো।
4. মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য ম্যাটারনিটি ইন্সুরেন্স প্লানের সূচনা করলো Zomato.
5. সুইস ওয়াচমেকার ‘Rado’ ক্যাটরিনা কাইফকে গ্লোবাল ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।
6. দেশীয় ডিমান্ড মেটাতে ভারতের প্রথম রেফারেন্স ফুয়েল এর সূচনা করলো ইন্ডিয়ান অয়েল।
7. শ্লোকভিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন Robert Fico.
8. ফিনটেক ইউনিকর্ন এ ভারত তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে ইউএস।
9. প্রতিবছর 27 শে অক্টোবর World Day for Audiovisual Heritage পালিত হয়, থিম – ‘Your Window to the World’.
10. হিমাচল প্রদেশের ভারতীয় আর্মির স্পেশ্যাল ফোর্সেস ট্রেনিং স্কুলে প্রথমবার ভার্টিকাল উইন্ড টানেল স্থাপন করা হলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2023
1. ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস ‘JioSpaceFiber’ এর সূচনা করলো রিলায়েন্স জিও।
2. ইউনিয়ন হাউসিং এন্ড আরবান আফফায়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী 16 তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এন্ড এক্সিহিবিশন 2023 এর উদ্বোধন করলেন, থিম – ‘Integrated and Resilient Urban Transport’.
3. সম্প্রতি জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা লঞ্চ করলো দিল্লী সরকার।
4. চার বছর পর মুম্বাইতে Jio MAMI মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো।
5. 24 তম হর্নবিল উৎসব 2023 আগামী 1 লা ডিসেম্বর থেকে নাগাল্যান্ডে শুরু হতে চলেছে।
6. চীনের প্রাক্তন প্রিমিয়ার Li Keqiang 68 বছর বয়সে প্রয়াত হলেন।
7. আগামী 15 ই নভেম্বর কেন্দ্রীয় সরকার ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ লঞ্চ করতে চলেছে।
8. এয়ারক্রাফট ইঞ্জিন পার্টস তৈরির জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং Safran চুক্তি স্বাক্ষর করলো।
9. PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) এর 43 তম সংস্করণের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10. গোয়ার পানাজিতে জাতীয় গেমস এর 37 তম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কারেন্ট অ্যাফেয়ার্স 30th অক্টোবর 2023
1. প্রতিবছর 29 শে অক্টোবর International Day of Care and Support পালিত হয়।
2. মালয়েশিয়ার নতুন রাজা হলেন জহর স্টেটের শাসক Sultan Ibrahim Iskandar.
3. ইউএন সেক্রেটারি জেনারেল Antonio Guterres আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর উপদেষ্টা বোর্ড লঞ্চ করলেন।
4. MobiKwik এত Zaakpay কে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার মান্যতা দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI).
5. ই-কমার্সে ডিসেপ্টিভ প্র্যাকটিস রুখতে কেন্দ্র ‘Dark Patterns Buster Hackathon 2023’ লঞ্চ করলো।
6. ভারতের প্রথম iPhone ম্যানুফ্যাকচারার হতে চলেছে টাটা।
7. ইন্টারন্যাশনাল কম্পিটিশন নেটওয়ার্ক কমিটির সদস্য হলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)।
8. গিনি উপসাগরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে প্রথম যৌথ নৌ-অনুশীলন সম্পন্ন হলো।
9. নতুন দিল্লীতে ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (NECL) এর লোগো, ওয়েবসাইট এবং ইস্তাহার লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
10. Jiuquan স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে চীন Shenzhou-17 নামক মনুষ্যবাহী মহাকাশযান লঞ্চ করলো।
কারেন্ট অ্যাফেয়ার্স 31st অক্টোবর 2023
1. Matthew Perry, যিনি FRIENDS টিভি সিরিজে Chandler এর ভূমিকায় বিখ্যাত ছিলেন, 54 বছর বয়সে প্রয়াত হলেন।
2. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স Cayman দ্বীপপুঞ্জকে ‘Grey List’ থেকে সরিয়ে দিলো।
3. 37 তম ন্যাশনাল গেমস 2023 এর অফিসিয়াল স্পনসর হলো Paytm.
4. গতকাল 29 শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো, থিম – Together we are #Greater Than Stroke.
5. ভারত সরকার কমপ্রিহেনসিভ ন্যাশনাল ভিশন প্লান ‘Vision India@2047’ লঞ্চ করতে চলেছে।
6. ক্রিকেট আইকন এম এস ধোনিকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI).
7. বিশ্বপ্রেম এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের কারণে নীতা আম্বানি USISPF গ্লোবাল লিডারশিপ আওয়ার্ড পেলেন।
8. এশিয়ান প্যারা গেমস 2023 এ পুরুষ দাবাতে দর্পণ ইনানি, সৌন্দর্য প্রধান এবং অশ্বিন গোল্ড মেডেল জিতলেন।
9. দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালার 14 টি জেলার সবগুলিতে হলমার্কিং সেন্টার গড়ে উঠলো।
10. ভারতীয় সেনাবাহিনী এবং এয়ারফোর্স ভারত-কাজাখস্তান যৌথ মিলিটারি অনুশীলন ‘Excercise KAZIND – 2023’ এ অংশগ্রহণ করলো।