26th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Today Bengali 26th July 2023

Rate this post

26th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs Today Bengali 26th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 26th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs Today Bengali 26th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

26th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Today Bengali 26th July 2023

1. দিল্লীর প্রথম ‘ওয়াটার এটিএম’ এর উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

2. লিঙ্গ পরিবর্তন এবং ট্রান্সজেন্ডার বিবাহ নিষিদ্ধ করলো রাশিয়া।

3. দেবাশীষ চ্যাটার্জীর Krishna – the 7th Sense এর মালয়ালম অনুবাদ প্রকাশ করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

4. ইন্ডিয়ান সিনেমা আওয়ার্ড এর রাইজিং গ্লোবাল সুপারস্টার সম্মানে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে সম্মানিত করা হবে।

5. ভারত থেকে এশিয়া ট্রানজিশন ফাইন্যান্স স্টাডি গ্রুপের প্রথম সদস্য হলো পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (PFC).

6. কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস (CAIT) এবং মেটা ‘WhatsApp Se Wyapaar’ পার্টনারশিপ বিস্তৃত করলো।

7. শ্রীলঙ্কার ব্যাটসম্যান Lahiru Thirimanne আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

8. ফিল্মফেয়ার আওয়ার্ড এর 69 তম সংস্করণ 2024 সালে গুজরাটে অনুষ্ঠিত হতে চলেছে।

9. ট্যুইটারের মালিক ইলন মাস্ক ট্যুইটারের নতুন লোগো ‘X’ লঞ্চ করলেন।

10. 2023 কোরিয়া ওপেনে পুরুষ ডাবলসে খেতাব জিতলো Satwiksairaj Rankireddy এবং Chirag Shetty জুটি।

আরও পড়ুন:

Leave a Comment