Current Affairs Today In Bengali 15th March 2023 – 15th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

15th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Current Affairs Today In Bengali 15th March 2023 (15th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Current Affairs Today In Bengali 15th March 2023 – 15th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. বহুপাক্ষিক অনুশীলন La Perouse – 2023 এর তৃতীয় সংস্করণ ভারত মহাসাগরে শুরু হলো।

2. Tim Mayopoulos কে সিলিকন ভ্যালি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো FDIC.

3. ব্যাঙ্গালুরু তে প্রথম মিথানল-চালিত বাসের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারী।

4. প্রতিবছর 14 ই মার্চ International Day of Action of Rivers পালিত হয়, এবছরের থিম – ‘Rights of Rivers’.

5. P. Jyothimani নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘India’s Struggle for Independence – Gandhian Era’.

6. প্রাক্তন ইনফোসিস প্রেসিডেন্ট মোহিত যোশী কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো টেক মাহিন্দ্রা।

7. কর্ণাটকের হুব্বাল্লিতে 1.5 কিমি দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. অস্কার পুরস্কার 2023 এ শ্রেষ্ঠ সিনেমা হলো – Everything Everywhere All At Once, শ্রেষ্ঠ অভিনেতা – Brendan Fraser, শ্রেষ্ঠ অভিনেত্রী – Michelle Yeoh, শ্রেষ্ঠ ডিরেক্টর – Daniel Kwan এবং Daniel Schienert.

9. প্রখ্যাত হিন্দি লেখক ড. জ্ঞান চতুর্বেদী তাঁর লেখা ‘পাগলখানা’ এর জন্য Vyas Samman 2022 পেতে চলেছেন।

10. এশিয়ার প্রথম মহিলা লোকো-পাইলট সুরেখা যাদব বন্দে ভারত এক্সপ্রেস অপারেট করতে চলেছেন।

আরও পড়ুন:

Leave a Comment