দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 10th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 10th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 10th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 10th November 2023

1. প্রতিবছর 9 – 15 ই নভেম্বর International Week of Science and Peace (IWOSP) পালন করা হয়।

2. QS এশিয়া ইউনিভার্সিটি সূচী 2024 এ আইআইটি বোম্বে (40 তম) এবং আইআইটি দিল্লী (46 তম) সেরা 50 এর মধ্যে স্থান পেলো।

3. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো UBS.

4. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (Meity) সেক্রেটারি শ্রী এস কৃষ্ণন LEAP AHEAD ইনিশিয়েটিভ লঞ্চ করলেন।

5. জম্মু-কাশ্মীরের Kupwara জেলাতে ছত্রপতি শিবাজী মহারাজ এর মূর্তির উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে।

6. আদানির শ্রীলঙ্কা পোর্ট টার্মিনাল প্রজেক্টে $553 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা করলো ইউএস।

7. কঙ্কন রেলওয়ের পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন সন্তোষ কুমার ঝা।

8. গুজরাটের ভাপিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 12 টি জিএসটি সেবা কেন্দ্র লঞ্চ করলেন।

9. ভারতের সার্ভেয়ার জেনারেল পদে Hitesh Kumar S Makwana কে নিযুক্ত করা হলো।

10. টাটা পাওয়ার রিনিউএবেল এনার্জি লিমিটেড (TPREL) এর সিইও এবং এমডি পদে দীপেশ নন্দকে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment