দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 12th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 12th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 12th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 12th November 2023

1. প্রতিবছর 11 ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়, এবছরের থিম – Embracing Innovation.

2. নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এবং ওয়েস্টইন্ডিজের হেইলি ম্যাথিউস আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর অক্টোবর আওয়ার্ড জিতলো।

3. নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল পি বি আচার্য 92 বছর বয়সে প্রয়াত হলেন।

4. গ্রামী আওয়ার্ড 2024 এ ফাল্গুনী শাহ এর ‘Abundance in Millets’ কে বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এর জন্য নমিনেট করা হলো।

5. ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক অনুশীলন BONGOSAGAR-23 এবং কো-অর্ডিনেটেড প্যাট্রোল CORPAT-23 সম্পন্ন হলো।

6. অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে ‘UPI সেফটি ব্র্যান্ডআম্বাসাডর’ হিসেবে নিযুক্ত করলো NPCI.

7. কোঝিকোড়ে এবং গোয়ালিয়র ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে যোগদান করলো।

8. ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিমকোর্টে ‘Mitti Cafe’ এর উদ্বোধন করলেন।

9. CSR ইনিশিয়েটিভে ট্রান্সপারেন্সি আনতে IREDA সম্প্রতি CSR পোর্টাল লঞ্চ করলো।

10. রাশিয়াতে অবস্থিত ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি Klyuchevskaya Sopka সম্প্রতি অগ্ন্যুৎপাত ঘটালো।

আরও পড়ুন:

Leave a Comment