দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 14th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 14th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 14th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 14th November 2023

1. প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করতে চলেছে উত্তরাখন্ড।

2. ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেল্থ (WOAH) রিজিওনাল কমিশন ফর এশিয়া এন্ড দি প্যাসিফিকের 33 তম কনফারেন্স নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে ভারত।

3. আইসিসি হল অফ ফ্রেমে তিনজন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, ডিয়ান এডুলজি এবং অরবিন্দ ডি সিলভাকে অন্তর্ভুক্ত করা হলো।

4. 22 লাখের বেশি প্রদীপ জ্বালিয়ে গিনিজ রেকর্ড গড়লো অযোধ্যা।

5. ইস্টার্ন ফ্লিট কম্যান্ডের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধানকার।

6. প্রতিবছর 13 ই নভেম্বর World Kindness Day পালিত হয় ,থিম – Be Kind Wherever Possible.

7. জাপানের প্রধানমন্ত্রী পদে Fumio Kishida কে পুনরায় নিযুক্ত করা হলো।

8. কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে ‘Annual Capacity Building’ লঞ্চ করলেন।

9. ভারত ইউএস এর সাথে ‘2+2’ মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন করলো।

10. ‘Make in India’ ল্যাপটপের জন্য 8 টি EMS কোম্পানির সাথে চুক্তি করলো Intel.

আরও পড়ুন:

Leave a Comment