দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 16th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 16th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 16th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 16th November 2023

1. ইন্দোনেশিয়ার জাকার্তাতে 10 ম ASEAN ডিফেন্স মিনিস্টার্স মিটিং-প্লাসে অংশগ্রহণ করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

2. সাহারা গ্রুপ প্রতিষ্ঠাতা সুব্রত রায় 75 বছর বয়সে প্রয়াত হলেন।

3. Jocata এর সাথে মিলিত হয়ে SIDBI ‘Sumpoorn’ নামক MSME ইকোনমিক এক্টিভিটি ইনডেক্স এর সূচনা করলো।

4. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে সংযুক্ত রাজ্যে (UK) গেলেন।

5. ইউএস এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সিকিউরিটি চুক্তি সংশোধিত করা হলো।

6. US varsity প্রকাশিত ইনক্লুসিভ ইনডেক্সে ভারত 129 টি দেশের মধ্যে 117 তম স্থান অধিকার করলো।

7. Zero Hunger অর্জন করতে মেঘালয় সরকার ‘Food Security’ ক্যাম্পেইন লঞ্চ করলো।

8. পাঞ্জাবের Shiromani Gurdwara Parbandhak কমিটির প্রেসিডেন্ট পদে হারজিন্দার সিং ধামীকে পুনরায় নির্বাচিত করা হলো।

9. ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করলেন।

10. সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করলো আইসিসি।

আরও পড়ুন:

Leave a Comment