দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 17th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 17th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 17th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 17th November 2023

1. বিশ্বকাপের 50 টি ছয় মারা প্রথম ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা।

2. আগামী 21 শে নভেম্বর ভুবনেশ্বরে AIFF-FIFA ট্যালেন্ট একাডেমী লঞ্চ হতে চলেছে।

3. মহারাষ্ট্রের লতা মুঙ্গেশকর আওয়ার্ড 2023 এর জন্য সুরেশ ওয়েদকারকে বেছে নেওয়া হলো।

4. স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট নেতা N Sankaraiah 102 বছর বয়সে প্রয়াত হলেন।

5. তৃতীয় হকি ইন্ডিয়া ওমেন’স চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরী।

6. অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মত অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়ে চলেছে।

7. প্রতিবছর 16 ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়, জনজাতীয় গৌরব দিবস বা Tribal Pride Day গত 15 ই নভেম্বর পালিত হলো।

8. পাকিস্তান ভিত্তিক স্টার্টআপ She-Guard টপ ক্লাইমেট ইনোভেশন কম্পিটিশন জিতলো।

9. নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ফরিদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে।

10. প্রথম ‘Lifetime Disturbing the Peace Award’ পেলেন প্রখ্যাত লেখক সালমান রুশদী।

আরও পড়ুন:

Leave a Comment