দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 18th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 18th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 18th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 18th November 2023

1. স্পেনের প্রধানমন্ত্রী পদে Pedro Sanchez পদে পুনরায় নির্বাচিত করা হলো।

2. ভারতীয় স্কাইড্রাইভার শীতল মহাজন মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট উচ্চতা থেকে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিজের নামে ইতিহাস গড়লেন।

3. ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্লান্ট হেল্থ ম্যানেজমেন্ট ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে।

4. কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড (CDB) কল সেন্টার ফ্যাসিলিটি ‘Hello Naariyal’ লঞ্চ করলো।

5. ভারতীয় নৌবাহিনী ‘Amini’ নামক অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট লঞ্চ করলো।

6. UPI এর উপর IndusInd ব্যাংক ‘IndusInd Bank Platinum RuPay Credit Card’ লঞ্চ করলো।

7. যৌথ মিলিটারি অনুশীলনের নবম সংস্করণ ‘Exercise MITRA SHAKTI-2023’ পুনেতে শুরু হলো।

8. ইউএস এর এডমিনিষ্ট্রেটিভ কনফারেন্স এ ভারতীয়-আমেরিকান Shakuntla Bhaya কে নিযুক্ত করলেন ইউএস রাষ্ট্রপতি জো বিডেন।

9. কিশোর-কিশোরীদের জন্য AI Chatbot Bard লঞ্চ করলো গুগল।

10. 17 ই নভেম্বর International Students Day 2023 পালন করা হলো, এছাড়া এই দিনটি National Epilepsy Day হিসেবেও পালিত হলো।

আরও পড়ুন:

Leave a Comment