দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 19th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 19th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 19th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 19th November 2023

1. অযোধ্যার সরায়ু নদীতে নেভিগেট করতে চলেছে সোলার চালিত ‘Ramayana’ ভ্যাসেল।

2. ভারত সম্প্রতি দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ হোস্ট করলো, থিম – Energy Security and development: Roadmap to Prosperity.

3. বাংলাদেশ উপকূলে সম্প্রতি ‘Midhili’ নামক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লো।

4. বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক A.S. Byatt 87 বছর বয়সে প্রয়াত হলেন।

5. জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে বিরাট কোহলির মোমের মূর্তি স্থাপিত হতে চলেছে।

6. আইপিএস অফিসার অলোক শর্মাকে স্পেশ্যাল প্রোটেকশন ফোর্সের (SPG) নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

7. 72 টি ইউনিকর্ন সহ গ্লোবাল ইউনিকর্ন সূচীতে ভারত তৃতীয় স্থান অধিকার করলো।

8. অশোক বর্মাকে এমডি এবং সিইও পদে নিযুক্ত করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

9. সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম (SEBA) এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC) মার্জ করার অনুমোদন দিলো আসাম মন্ত্রীপরিষদ।

10. 96 তম অ্যাকাডেমী আওয়ার্ড 2024 হোস্ট করতে চলেছে Jimmy Kimmel.

আরও পড়ুন:

Leave a Comment