দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 21st নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 21st November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 21st নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 21st November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 21st নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 21st November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 21st নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 21st November 2023

1. ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ একদিবসীয় বিশ্বকাপ জিতে নিলো, প্লেয়ার অফ দি ট্যুর্নামেন্ট – বিরাট কোহলি।

2. ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন এবং ট্রেন্ড নার্সেস এসোসিয়েশন অফ ইন্ডিয়াকে যৌথভাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার 2022 সম্মানে সম্মানিত করা হলো।

3. ধুম সিনেমার ডিরেক্টর Sanjay Gadhvi 56 বছর বয়সে প্রয়াত হলেন।

4. মহিলা-চালিত স্টার্টআপে বেঙ্গালুরু শীর্ষস্থান অধিকার করলো, ঠিক এর পরেই রয়েছে মুম্বাই এবং দিল্লী।

5. একটি ভার্চুয়াল জি-20 লিডার্স মিটিং এ অংশগ্রহণ করতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

6. গত 19 শে নভেম্বর Women’s Entrepreneurship Day পালিত হলো।

7. নমিনাল টার্মসে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (GDP) $4 ট্রিলিয়ন সীমা অতিক্রম করলো।

8. OpenAI তে অন্তর্বর্তীকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Mira Murati কে নিযুক্ত করা হলো।

9. প্রাক্তন আরবিআই গভর্নর S. Venkitaramanan 92 বছর বয়সে প্রয়াত হলেন।

10. ‘Shock Therapy’ Libertarian Javier Milei কে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করলো আর্জেন্টিনা।

আরও পড়ুন:

Leave a Comment