দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 26th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 26th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 26th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 26th November 2023

1. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (FICCI) সভাপতি পদের দায়িত্ব নিতে চলেছেন অনিশ শাহ।

2. স্যাটেলাইট ব্রডব্যান্ডের জন্য প্রথম ব্র্যান্ড হিসেবে IN-SPACe অনুমোদন পেলো OneWeb India.

3. PIDF স্কীমের অধীনে পিএম বিশ্বকর্মাকে অন্তর্ভুক্ত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

4. পোস্টঅফিসে পার্সেল লকার সার্ভিস প্রদান করতে Blue Dart এবং ইন্ডিয়া পোস্ট জোটবদ্ধ হলো।

5. শম্ভু কুমারের জীবনের উপর লেখা ‘Thread by Thread’ বইটি প্রকাশ করলেন কপিল দেব।

6. নতুন দিল্লীতে অষ্টম ইন্ডিয়া ওয়াটার ইমপ্যাক্ট সামিটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারী।

7. হেডকোয়াটার্স, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (HQ IDS) এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (CSIR) মধ্যে চুক্তি স্বাক্ষর হলো।

8. জেলা ভিত্তিক এক্সপোর্টকে গতি প্রদান করতে কমার্স ইন্ডাস্ট্রি এবং ই-কমার্স প্লাটফর্ম জোটবদ্ধ হলো।

9. 25 এবং 26 শে নভেম্বর Buffalo রেসিং প্রতিযোগিতা Namma Kambala হোস্ট করতে চলেছে বেঙ্গালুরু।

10. দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন আনাহাত সিং।

আরও পড়ুন:

Leave a Comment