দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 28th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 28th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 28th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 28th November 2023

1. গুজরাটে নবম ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এক্সসারসাইজ হোস্ট করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড।

2. Charles Leclerc কে হারিয়ে আবু ধাবী গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন ম্যাক্স ভার্সটাপ্পন।

3. রিপাবলিক অফ মোজাম্বিকে ভারতের পরবর্তী হাইকমিশনার পদে Robert Shetkintong কে নিযুক্ত করা হলো।

4. আইরিশ লেখক Paul Lynch তার লেখা উপন্যাস ‘Prophet Song’ এর জন্য 2023 বুকার প্রাইজ জিতলেন।

5. PRSI ন্যাশনাল আওয়ার্ড 2023 এ ‘অ্যানুয়াল রিপোর্ট’ ক্যাটাগরিতে NHPC দ্বিতীয় পুরস্কার জিতলো।

6. ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের দামো (Damoh) জেলায় গড়ে উঠতে চলেছে।

7. ISSF বিশ্বকাপ ফাইনালে 25m Rapid Fire এ প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে মেডেল (ব্রোঞ্জ) জিতলেন আনিশ ভানওয়ালা।

8. বারাণসীতে দ্বিতীয় ভাসমান CNG স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।

9. সামুদ্রিক পর্যবেক্ষণের জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং নেভী 15টি C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত করতে চলেছে।

10. অভিনেতা বিক্রম গোখেলের নামে মুম্বাই স্ট্রিটের নামকরণ হতে চলেছে বলে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন:

Leave a Comment