দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 2nd November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 2nd November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 2nd November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 2nd November 2023

1. AI সেফটি সামিট 2023 হোস্ট করতে চলেছেন ইউনাইটেড কিংডম মুখ্যমন্ত্রী ঋষি সুনাক।

2. IFFI তে আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতি হতে চলেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর।

3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা-অখাওড়া রেল লিঙ্ক প্রজেক্ট এর ভার্চুয়াল উদ্বোধন করলেন।

4. কোঝিকোড়ে কে ভারতের প্রথম ‘City of Literature’ এর আখ্যা দিলো ইউনেস্কো।

5. 10 বছর বয়সী বেঙ্গালুরুর কিশোর Vihaan Talya Vikas ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অফ দি ইয়ার’ আওয়ার্ড জিতলো।

6. ভারতের প্রথম WiFi6-Ready ব্রডব্যান্ড নেটওয়ার্ক লঞ্চ করতে নোকিয়া এবং TATA Play Fiber জোটবদ্ধ হলো।

7. সামাজিক কর্মী দীননাথ রাজপুত রোহিনী নাইয়ার প্রাইজ জিতলেন।

8. 2034 পুরুষ ফিফা বিশ্বকাপ হোস্ট করতে চলেছে সৌদি আরব।

9. প্রতিবছর 1 লা নভেম্বর World Vegan Day পালিত হয়, এবছরের থিম – Celebrating for a Good Cause.

10. ডাক্তারদের জন্য ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) ‘ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন পোর্টাল’ লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment