দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 30th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 30th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 30th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 30th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 30th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 30th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 30th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 30th November 2023

1. বার্ষিক ASEAN ইন্ডিয়া গ্রাসরুট ইনোভেশন ফোরামের চতুর্থ সংস্করণ মালয়েশিয়াতে অনুষ্ঠিত হলো।

2. আনঅথরাইজড ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম এ আরো 19 টি এন্টিটি কে যুক্ত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

3. বিজওয়ারা রেলওয়ে স্টেশন IGBC এর প্লাটিনাম রেটিং পেলো।

4. পৃথিবী পর্যবেক্ষণের জন্য ভারত এবং ইউএস যৌথ মাইক্রোওয়েভ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।

5. ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গ্রাম পঞ্চায়েত ব্যাংকিং এর জন্য ‘AMA Bank’ লঞ্চ করলেন।

6. পুনের সাউদার্ন কমান্ডে ভারত-শ্রীলংকা যৌথ মিলিটারি অনুশীলন ‘MITRASHAKTI – 2023’ সম্পন্ন হলো।

7. গারুদা অ্যারোস্পেস DGCA এর সেকেন্ড টাইপ সার্টিফিকেট নিশ্চিত করলো।

8. বিশ্বের প্রথম 100% সাস্টেনবেল এভিয়েশন ফুয়েল যুক্ত Virgin Altantic ফ্লাইটটি লন্ডন থেকে ইউইস গিয়ে যাত্রা সম্পন্ন করলো।

9. সাহরানপুরে ভারতের প্রথম টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার অনুমোদন দিলো উত্তরপ্রদেশ সরকার।

10. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অঙ্গনওয়ারি কেন্দ্রে ‘Hot Cooked Meal Scheme’ লঞ্চ করলেন।

আরও পড়ুন:

Leave a Comment