দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 3rd November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 3rd November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 3rd November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 3rd November 2023

1. Knight Frank এর প্রাইম গ্লোবাল সিটিজ ইনডেক্সে মুম্বাই চতুর্থ স্থান অধিকার করলো।

2. ভারতীয় বংশোদ্ভূত লেখক নন্দিনী দাস 2023 ব্রিটিশ অ্যাকাডেমী বুক প্রাইজ জিতলেন।

3. টাটা পাওয়ার রিনিউইবেল এনার্জির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে দীপেশ নন্দকে নিযুক্ত করা হলো।

4. দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে Saima Wazed কে নির্বাচিত করা হলো।

5. SBI কার্ড এবং রিলায়েন্স রিটেইল জোটবদ্ধ হলো ‘রিলায়েন্স SBI কার্ড’ লঞ্চ করার জন্য।

6. দক্ষিণ কাশ্মীরের জাহিদ হুসেন এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতলো।

7. অসমের প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক Sarat Barkotoky সম্প্রতি প্রয়াত হলেন।

8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তিনটে বই প্রকাশ করলেন যার শিরোনাম Ashtadhyayi Bhashya,’ ‘Ramanandacharya Charitam,’ এবং ‘Bhagwan Shri Krishna ki Rashtraleela’.

9. উত্তরাখণ্ডে ভারতের ‘হাঙ্গার প্রজেক্ট’ কে সাপোর্ট করতে চলেছে নরওয়ে।

10. প্রাক্তন RBI গভর্নর রাঘুরাম রাজন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘Breaking the Mould’.

আরও পড়ুন:

Leave a Comment