দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 5th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 5th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 5th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 5th November 2023

1. শ্রী সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করা হলো।

2. গত 3 রা নভেম্বর International Day for Biosphere Reserve 2023 পালিত হলো।

3. নিয়মনীতি লঙ্ঘনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ফেডারেল ব্যাংকের উপর ফাইন চাপালো RBI.

4. নাসা-র অ্যাপোলো মহাকাশচারী Thomas Kenneth Mattingly II 87 বছর বয়সে প্রয়াত হলেন।

5. শ্রীলঙ্কাতে SBI শাখার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

6. ভারত এবং ইতালির মধ্যে সম্প্রতি মোবিলিটি এন্ড মাইগ্রেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।

7. অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সাথে জোটবদ্ধ হয়ে India-AU সহযোগিতার উপর নতুন দিল্লীতে ওয়ার্কশপের আয়োজন করলো নীতি আয়োগ।

8. ভারতে ই-কমার্স প্লাটফর্ম চালাতে ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) এবং Bhaane সংস্থা জোটবদ্ধ হলো।

9. ভারতের জি-20 সভাপতিত্বের অধীনে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নতুন দিল্লীতে জি-20 স্ট্যান্ডার্ডস ডায়ালগ 2023 হোস্ট করলো।

10. 2024 সালে ভারত সম্মানীয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন Standardisation Assembly (WTSA) হোস্ট করতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment