দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 6th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 6th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 6th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 6th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 6th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 6th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 6th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 6th November 2023

1. প্রতিবছর 5 ই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়, এবছরের থিম – Fighting Inequality for a Resilient Future.

2. সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট সুরেন্দ্র আধানাকে Administrative and Budgetary Questions (ACABQ) এর উপদেষ্টা কমিটিতে পুনরায় নির্বাচিত করা হলো।

3. দুই দেশের মধ্যে শিক্ষাগত সংযোগ বাড়াতে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী চুক্তিস্বাক্ষর করলো।

4. কেন্দ্রীয় মন্ত্রী সর্বোনন্দ সোনোয়াল মুম্বাইতে প্রথম ইন্টারন্যাশনাল ক্রুজ লাইনার ‘COSTA SERENA’ লঞ্চ করলেন।

5. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কো-লেন্ডিং পার্টনারশিপ শুরু করলো মাহিন্দ্রা ফাইন্যান্স।

6. ভারত জুড়ে শ্রেণিকক্ষে ইলেক্টরাল সচেতনতা আনতে নির্বাচন কমিশন এবং শিক্ষা মন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো।

7. IIyushin (IL) – 38 সী ড্রাগন এয়ারক্রাফটকে সম্প্রতি ডিকমিশন করলো ভারতীয় নৌবাহিনী।

8. AU স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ixigo প্রিমিয়াম কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

9. মহারাষ্ট্রে ভারতের প্রথম PDH প্লান্টের জন্য প্রোপেন সরবরাহের খাতিরে BPL এবং GAIL 63,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো।

10. ঝাড়খন্ড মন্ত্রীপরিষদ ‘Abua Awas Yojana’ হাউসিং স্কীমের মান্যতা দিলো।

আরও পড়ুন:

Leave a Comment