বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 10th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 10th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 10th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 10th December 2023

1. দামোদর রাজানরসিংহ কে তেলেঙ্গানার স্বাস্থ্য মন্ত্রী পদে নিযুক্ত করা হলো।

2. ডিসেম্বরের 12 – 14 তারিখ পর্যন্ত GPAI 2023: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ সিম্পোসিয়াম হোস্ট করতে চলেছে ভারত।

3. Meaningful ইকো ইনশিয়েটিভে যুবদের সশক্তিকরণে ‘Green Rising’ ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো।

4. কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি ‘Mera Gaon,Meri Dharohar’ ইনিশিয়েটিভে লঞ্চ করার কথা ঘোষণা করলেন।

5. হেল্থকেয়ার এবং এডুকেশনের জন্য UPI লিমিট 5 লাখ টাকা স্থির করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

6. এক্সটেন্ডেড ইন্টারেস্ট ইকুইলাইজেশন স্কীমের জন্য 2500 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

7. ভারতের ফরেক্স রিজার্ভ $600 মিলিয়ন মার্ক অতিক্রম করে গেল।

8. IDFC ফার্স্ট ব্যাংক, মাস্টারকার্ড এর সাথে জোটবদ্ধ হয়ে যুব কেন্দ্রিক ‘FIRST SWYP’ ক্রেডিট কার্ড উন্মোচন করলো।

9. গ্লোবাল পলিউশন সূচীতে বিশ্বের খারাপতম এয়ার কোয়ালিটির ট্যাগ পেলো লাহোর।

10. প্রতি বছর 9 ই ডিসেম্বর International Anti-Corruption দিবস পালন করা হয়, এবছরের থিম – ‘UNCAC at 20:Uniting the World Against Corruption’.

আরও পড়ুন:

Leave a Comment