বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 11th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 11th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 11th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 11th December 2023

1. প্রতি বছর 10 ই ডিসেম্বর মানবাধিকার দিবস (Human Rights) পালন করা হয়, এবছরের থিম – ‘Freedom, Equality and Justice for All’.

2. ভারতীয় কোস্ট গার্ডের ডিজিটাল ট্রান্সফর্মেশনের জন্য TCIL এর সাথে 588 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো মিনিস্ট্রি অফ ডিফেন্স।

3. The Banker এর পক্ষ থেকে ফেডারেল ব্যাংককে ‘Bank of the Year (India)’ সম্মানে সম্মানিত করা হলো।

4. বর্ষীয়ান অভিনেতা জুনিয়র মেহমুদ, যার প্রকৃত নাম Naeem Sayyed, 67 বছর বয়সে প্রয়াত হলেন।

5. পুরুষ এবং মহিলা টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য নতুন ভাইব্রান্ট লোগোর উন্মোচন করলো আইসিসি।

6. টাটা মোটরস তাদের চতুর্থ স্ক্র্যাপিং ফ্যাসিলিটি পাঞ্জাবে চালু করলো।

7. টাইমস ম্যাগাজিন লিওনেল মেসিকে ‘Athlete of the Year’ 2023 ঘোষণা করলো।

8. ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এর সভাপতি হলেন ভারতীয় বংশোদ্ভূত সমীর শাহ।

9. ইউনেস্কোর ‘Intangible Cultural Heritage’ তালিকায় জায়গা করে নিলো গুজরাটের গরবা নৃত্য।

10. টাইম ম্যাগাজিনের ‘Person Of The Year’ হলেন বিশ্ববিখ্যাত গায়িকা Taylor Swift.

আরও পড়ুন:

Leave a Comment