প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 11th February 2024

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 11th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 11th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 11th February 2024

1. সুইজারল্যান্ডের Jungfrau এর আইস প্যালেসে নীরাজ চোপড়া বিশেষভাবে সম্মানিত করা হলো।

2. 2024 ওয়ার্ল্ড গভর্নমেন্ট’ সামিট দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে, থিম – ‘Shaping Future Governments’.

3. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব গড়ে তুলতে চলেছে তেলেঙ্গানা সরকার।

4. NPCI এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে অজয় কুমার চৌধুরীকে নিযুক্ত করা হলো।

5. SAFF মহিলা অনুর্দ্ধ-19 চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ যৌথ বিজেতা হলো।

6. গুজরাটের গান্ধীনগরে সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস টেস্টিং এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

7. ব্রহ্মপুত্র নদী পরিকল্পনার উপর ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $200 মিলিয়ন লোন স্বাক্ষর করলো।

8. রাষ্ট্রপতি ভবনে ‘Vividdhta ka Amrit Mahotsav’ এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

9. বিখ্যাত সুরকার Pyarelal Sharma কে Lakshminarayana International আওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো।

10. প্রতি বছর 10 ই ফেব্রুয়ারি World Pulses Day পালন করা হয়, এবছরের থিম – ‘Pulses: Nourishing Soils and People’.

আরও পড়ুন:

Leave a Comment