প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 13th February 2024

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 13th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 13th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 13th February 2024

1. মধ্যপ্রদেশের ঝাবুয়াতে 7300 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. ফুটবল সংস্কৃতিকে গতি প্রদান করতে ফিফার সাথে জোটবদ্ধ হলো শিক্ষা মন্ত্রক।

3. ভারতকে হারিয়ে অনুর্দ্ধ-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 জিতলো অস্ট্রেলিয়া।

4. শ্রীলঙ্কা এবং মরিশাসে UPI এবং RuPay কার্ড লঞ্চ করা হলো।

5. সাউদার্ন রেলওয়ের ট্রাভেলিং টিকিট এক্সামিনার (TTE) পদে প্রথম ট্রান্সওমেন হিসেবে সিন্ধু গণপতিকে নিযুক্ত করা হলো।

6. হায়দ্রাবাদে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে সঙ্গীত নাটক একাডেমী।

7. আধুনিক ইনফ্লুয়েনসার দের জন্য ‘ন্যাশনাল ক্রিয়েটরস আওয়ার্ড’ চালু করলো ভারত সরকার।

8. ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী Alexander Stubb.

9. Paytm ই-কমার্স প্লাটফর্ম সম্প্রতি Pai প্লাটফর্ম হিসেবে নব রূপে আত্মপ্রকাশ করলো

10. অজয় কুমার চৌধুরীকে বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করলো NPCI.

আরও পড়ুন:

Leave a Comment