বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 17th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 17th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 17th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 17th December 2023

1. 1971 এর যুদ্ধ জয়ের স্মরণে প্রতিবছর 16 ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়।

2. অনুর্দ্ধ – 16 বছর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধতা আনতে চলেছে ইউকে সরকার।

3. 10 বছরের জন্য Electronic Fuzes সরবরাহ করার জন্য BEL এর সাথে 5,336.25 কোটি টাকার চুক্তি করলো মিনিস্ট্রি অফ ডিফেন্স।

4. ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে 4878 কোটি টাকার অর্ডার পেলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।

5. ড: শ্রীনিবাস নায়েক ধারাবত ভিশনারি লিডার আইকন 2023 আওয়ার্ড পেলেন।

6. আমদানি করা পণ্যের সুইফট ক্লিয়ারেন্সের জন্য ইন্ডিয়া-কোরিয়া অরিজিন ডেটা এক্সচেঞ্জ সিস্টেম লঞ্চ করা হলো।

7. Ola -র সহ-প্রতিষ্ঠাতা ভাবিশ আগারওয়াল Made for India’ Krutrim AI এর উন্মোচন করলেন।

8. IDFC ফার্স্ট ব্যাংক, LIC কার্ড এবং মাস্টারকার্ড এক্সক্লুসিভ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

9. মিস ইন্ডিয়া ইউএসএ 2023 খেতাব জিতলেন Rijul Maini.

10. দেশীয় হাই-স্পিড ফ্লায়িং-উইং UAV এর সফল পরী।

আরও পড়ুন:

Leave a Comment