বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 19th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 19th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 19th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 19th December 2023

1. ভারতের লিডিং ইমার্জিং হসপিটাল তালিকায় শীর্ষস্থান অধিকার করলো কেরলের Aster Medcity.

2. প্রতিবছর 18 ই ডিসেম্বর International Migrants Day পালিত হয়, থিম – ‘Promoting Safe Migration’.

3. গ্লোবাল AI সামিটে ভারতীয় স্টার্টআপ গুলির মধ্যে কেরালার স্টার্টআপ Genrobotics সেরা তিনের মধ্যে জায়গা করে নিলো।

4. ফাইনালে রাজস্থানকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি 2023 জিতলো সৌরাষ্ট্র।

5. বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার, বারাণসীর Swarved Mahamandir এর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. কুয়েত আমির Sheikh Nawab AI-Ahmad AI-Sahab 86 বছর বয়সে প্রয়াত হলেন।

7. 402 কিমি দীর্ঘ ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত হিসেবে Reuven Azar কে নিযুক্ত করা হলো।

9. কোটাক স্কুল অফ সাস্টেনবিলিটি লঞ্চ করার জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং আইআইটি কানপুর জোটবদ্ধ হলো।

10. ডায়মন্ড ইন্ডাস্ট্রির জন্য ‘Indus Solitaire Program’ এর সূচনা করলো IndusInd ব্যাংক।

আরও পড়ুন:

Leave a Comment