বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 23rd December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 23rd December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 23rd December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 23rd December 2023

1. তিনটি RAMP (Raising and Accelerating MSME Productivity) সাব-স্কীমের উন্মোচন করলো MSME মন্ত্রক।

2. সঞ্জয় সিংকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চিফ পদে নিযুক্ত করা হলো।

3. SHG ব্যাংকিং সার্ভিসের জন্য ArSRLM এবং SBI চুক্তি স্বাক্ষর করলো।

4. Crompton Greaves Consumer Electricals কে ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন আওয়ার্ড 2023 এ সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5. প্রতি বছর 22 শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়।

6. ইনোভেটিভ জিওসায়েন্স এক্সপ্লোরেশনের জন্য মিনিস্ট্রি অফ মাইন্স পোর্টালের উন্মোচন করলো।

7. একটানা দ্বিতীয় বছর ‘CMD of The Year’ আওয়ার্ড জিতলেন IREDA এর প্রদীপ কুমার দাস।

8. পুরুষদের FIH প্লেয়ার অফ দি ইয়ার 2023 হলেন ভারতের হার্দিক সিং।

9. ফিনান্সিয়াল সলিউশনের উপর আদিত্য বিড়লা সান লাইফ এবং IDFC ফার্স্ট ব্যাংক জোটবদ্ধ হলো।

10. হিন্দি উপন্যাস ‘Mujhe Pahachaano’ এর জন্য সাহিত্য একাডেমি আওয়ার্ড 2023 জিতলেন সঞ্জীব।

আরও পড়ুন:

Leave a Comment