প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 24th February 2024

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 24th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 24th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 24th February 2024

1. নতুন দিল্লীতে Raisina Dialogue এর নবম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. Pangong Frozen লেক ম্যারাথন 2024 সম্পূর্ণ করে কৃতিত্ব অর্জন করলেন Bhagwan Singh এবং Mahesh Khurana.

3. ওড়িশার সম্বলপুরে রাষ্ট্রীয় উদয়মিত্র বিকাশ পরিযোজনার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

4. জার্মানির বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় Andreas Brehme 63 বছর বয়সে প্রয়াত হলেন।

5. সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আয়ুশ হলিস্টিক ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

6. আন্তর্জাতিক গীতা মহোৎসবের পঞ্চম সংস্করণ হোস্ট করতে চলেছে শ্রীলঙ্কা।

7. মালদ্বীপে অনুষ্ঠিত Dosti 16 অনুশীলনে ভারত এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করলো।

8. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আওয়ার্ড 2024 এ সেরা সিনেমা – Jawan, সেরা অভিনেতা – শাহরুখ খান, সেরা অভিনেত্রী – রানী মুখার্জী এবং সেরা ডিরেক্টর – সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

9. ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এন্ড পার্টনারশিপ ফোরামের (USISPF) বোর্ড অফ ডিরেক্টরস এ সলিল পারেখকে নিযুক্ত করা হলো।

10. CleanMax এবং ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এর মধ্যে 25 বছরের দীর্ঘ পাওয়ার পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।

আরও পড়ুন:

Leave a Comment