বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 25th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 25th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 25th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 25th December 2023

1. 117 টি স্টেশনে প্যানিক সুইচ চালু করতে চলেছে ভারতীয় রেলওয়ে।

2. মেজর ধ্যান চাঁদ খেলরত্ন 2023 পেলেন রানকিরেড্ডি সাত্বিক সাই রাজ এবং চিরাগ চন্দ্রশেখর শেট্টি।

3. Yunqing Tang এবং Ruixiang Zhang কে SASTRA রামানুজন আওয়ার্ড 2022 এবং 2023 সম্মানে সম্মানিত করা হলো।

4. নন-ফান্ড বেসড ওয়ার্কিং ক্যাপিটালের উপর Suzlon এবং REC Ltd জোটবদ্ধ হলো।

5. Razorpay এবং Cashfree কে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার মান্যতা দিলো RBI.

6. অন্ধ্রপ্রদেশে ‘SAMAR’ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সফল পরীক্ষণ করলো ভারতীয় বায়ুসেনা।

7. বারাণসীতে Kashi Time Sangamam এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. বোধগয়াতে প্রথম আন্তর্জাতিক সংঘ ফোরামের উদ্বোধন করলেন দলাই লামা।

9. WHO এর Neglected Tropical Disease তালিকায় Noma কে সংযুক্ত করা হলো।

10. ভারতের ন্যাশনাল জিওসায়েন্স ডেটা রিপোজটারি পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রল্লাদ যোশী।

আরও পড়ুন:

Leave a Comment