বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 28th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 28th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 28th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 28th December 2023

1. কর্ণাটকে ‘Namma Cargo’ নামক লজিস্টিক্সের উন্মোচন করলো কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।

2. বিশ্বভারতীর গবেষকরা ‘Pantoea Tagorei’ নামক এক নতুন ব্যাকটেরিয়ার আবিষ্কার করলো।

3. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ‘MY Bharat’ ক্যাম্পেইন লঞ্চ করলো।

4. তানসেন উৎসবে ‘Largest Tabla Ensemble’ এ গিনিজ রেকর্ড অর্জন করলো গোয়ালিয়র।

5. এডভান্স হেল্থ সলিউশনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ‘MedTech Mitra’ লঞ্চ করলেন।

6. শ্রীলঙ্কাতে ভারতের নতুন এনভয় হিসেবে দায়িত্ব নিলেন সন্তোষ ঝা।

7. ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন’স ফাউন্ডেশনের গভর্নিং বডিতে প্রথম ভারতীয় হিসেবে নিযুক্ত হলেন Vita Dani.

8. অভিনেতা কার্তিক আরিয়ানকে ফুটবলের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো সনি স্পোর্টস।

9. চন্ডীগড়ে 368 কোটি টাকার 9 টি প্রজেক্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

10. প্রতিবছর 27 শে ডিসেম্বর International Day of Epidemic Preparedness পালিত হয়।

আরও পড়ুন:

Leave a Comment