বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 29th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 29th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 29th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 29th December 2023

1. ইউরোপিয়ান ইউনিয়নের সিঙ্গেল কারেন্সি প্রজেক্টের জনক Jacques Delors 98 বছর বয়সে প্রয়াত হলেন।

2. ক্লিন এনার্জি প্রমোট করতে উত্তর প্রদেশ সরকার গ্রীন হাইড্রোজেন পলিসি বাস্তবায়িত করতে চলেছে।

3. অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহাঋষি বাল্মীকি এয়ারপোর্ট রাখা হতে চলেছে।

4. 2032 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হতে চলেছে বলে ঘোষণা করলো সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ (CEBR).

5. কুড়ানকুলাম নিউক্লিয় প্লান্ট ইউনিটের জন্য রাশিয়ার সাথে ভারতের চুক্তি স্বাক্ষর হলো।

6. Bharat GPT প্রোগ্রাম এবং স্মার্ট টিভি অপারেটিং সিস্টেমের জন্য রিলায়েন্স জিও এবং আইআইটি বোম্বে জোটবদ্ধ হলো।

7. অ্যাডভান্সড রকেট সিস্টেম Fatah – II এর সফল পরীক্ষণ করলো পাকিস্তান।

8. কোটাক মাহিন্দ্রা ব্যাংকের চেয়ারম্যান পদে CS Rajan কে নিযুক্ত করার মান্যতা দিলো RBI.

9. দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক Dean Elgar আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করলেন।

10. নতুন দিল্লীতে ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:

Leave a Comment