বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 31st ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 31st December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 31st ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 31st December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 31st ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 31st December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 31st ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 31st December 2023

1. সিকিউর অফিসিয়াল কমিউনিকেশনের জন্য প্যারামিলিটারী ফোর্স ‘Sandes App’ এর ব্যবহার শুরু করলো।

2. CRC Samba-Jammu for Person With Disabilities এই উদ্বোধন করলেন জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

3. লাদাখের রোড প্রজেক্টের জন্য 1170 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার।

4. কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান সম্প্রতি PSU Hiring এ স্বচ্ছতা আনতে কেরল পাবলিক এন্টারপ্রাইসেস বোর্ড এর উদ্বোধন করলেন।

5. দ্বারকাতে ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজমের উন্মোচন করতে চলেছে গুজরাট সরকার।

6. BRICE মেম্বারশিপের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি Javier Milei.

7. ডিফেন্স সেক্রেটারি শ্রী গিরিধর আরামানে বেঙ্গালুরুতে HAL এর Aero Engine R&D ফ্যাসিলিটির উদ্বোধন করলেন।

8. Parasite অভিনেতা Lee Sun-kyun 48 বছর বয়সে প্রয়াত হলেন।

9. Push-Pull টেকনোলজির সাথে অমৃত ভারত ট্রেনের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. গাজার সিনিয়র হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেটর পদে Sigrid Kaag কে নিযুক্ত করলো UN চিফ Antonio Guterres.

আরও পড়ুন:

Leave a Comment