প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 3rd February 2024

Rate this post

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 3rd February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 3rd February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ফেব্রুয়ারি 2024 | Daily Bengali Current Affairs 3rd February 2024

1. সম্প্রতি আন্তর্জাতিক এয়ারপোর্টের স্ট্যাটাস পেলো গুজরাটের সুরাট এয়ারপোর্ট।

2. ভারতীয় নৌবাহিনী 2024 সালটিকে ‘Year of Naval Civilians’ ঘোষণা করলো।

3. এফিসিয়েন্ট লজিস্টিক্স এবং ইন্টিগ্রেটেটেড প্লানিং এর জন্য FICCI এবং DPIIT PM GatiShakti সামিট হোস্ট করলো।

4. HR Khan কে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করলো AU স্মল ফাইন্যান্স ব্যাংক।

5. তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হলেন জয় শাহ।

6. ডিফেন্স সেক্টরে সহযোগিতার জন্য ভারত এবং ওমান চুক্তি স্বাক্ষর করলো।

7. তামিলনাড়ু সরকার সম্প্রতি ‘Kalaignar Sports Kit’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

8. ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো -এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9. প্রতিবছর 2 রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, এবছরের থিম – ‘Wetlands and Human Wellbeing’.

10. টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর চেয়ারম্যান পদে অনিল কুমার লাহটিকে নিযুক্ত করলো।

আরও পড়ুন:

Leave a Comment