কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2023 | Daily Current Affairs For UPSC 13th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs For UPSC 13th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs For UPSC 13th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2023 | Daily Current Affairs For UPSC 13th August 2023

1. প্রথমবার অনুষ্ঠিত RICS সাউথ এশিয়া আওয়ার্ড এ সুভাষ রানওয়াল সম্প্রতি লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেলেন।

2. ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল (NCLT) Zee এবং Sony এর মধ্যে $10 বিলিয়ন এর মেগা-মার্জের অনুমোদন দিল।

3. কবি এবং ডিপ্লোম্যাট অভয় কে নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Monsoon’.

4. NIPFP গবেষকদের মতে, 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6% হতে চলেছে।

5. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2023 এ, সীতারামন বেস্ট ফিল্ম আওয়ার্ড জিতলো।

6. রাজ্যের পাওয়ার ঘাটতি মেটাতে মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা চিফ মিনিস্টার্স সোলার মিশন লঞ্চ করল।

7. প্রখ্যাত নিউক্লিয় পদার্থবিদ বিকাশ সিনহা 78 বছর বয়সে প্রয়াত হলেন।

8. জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নতুন দিল্লীতে আন্তর্জাতিক MSME এক্সপো এন্ড সামিট 2023 এর উদ্বোধন করলেন।

9. বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান Pluckk এর ব্র্যান্ড আম্বাসাডর এবং ইনভেস্টর হিসেবে চুক্তি স্বাক্ষর করলেন।

10. সিংহদের ট্র্যাকিং এর জন্য গুজরাট মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল ‘Sinh Suchna’ অ্যাপ লঞ্চ করলেন।

আরও পড়ুন:

Leave a Comment