বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 23rd September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 23rd September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 23rd September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 23rd September 2023

1. হংকং কে অতিক্রম বিশ্বের Freest Economy সম্পন্ন দেশ হলো সিঙ্গাপুর।

2. প্রখ্যাত অভিনেতা অখিল মিশ্র 67 বছর বয়সে প্রয়াত হলেন।

3. ন্যাশনাল মিশন অন কালচারাল ম্যাপিং তিন-দিন ব্যাপী ‘Nadi Utsav’ এর আয়োজন করলো।

4. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিষাণ ঋণ পোর্টাল এবং ঘর ঘর KYC ক্যাম্পেইন লঞ্চ করলেন।

5. প্রতিবছর 22 শে সেপ্টেম্বর World Rhino দিবস লালন করা হয়, এছাড়া গত 21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হলো, থিম – ‘Actions for Peace: Our Ambition for the #GlobalGoals’.

6. মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের মধ্যে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হলো, এটি Alliance of Sahel States নামে পরিচিত।

7. ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সম্মানীয় 10 বছরের রিকগনিশন স্ট্যাটাস পেলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) অফ ইন্ডিয়া।

8. নিউইয়র্ক, ডেললা এবং ফ্লোরিডা 2024 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করতে চলেছে।

9. ‘Mukhyamantrir Atmanirbharshil Asom Abhiyan’ নামক নতুন একটি স্কীম লঞ্চ করতে চলেছে আসাম সরকার।

10. প্রতি বছর 18 – 24 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক বধির সপ্তাহ পালিত হয়।

আরও পড়ুন:

Leave a Comment