বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 28th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 28th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 28th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 28th September 2023

1. এশিয়ান গেমস 2023 এ মহিলাদের 25 m পিস্তল ইভেন্টে ভারত গোল্ড মেডেল জিতলো।

2. জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স গ্রহণের জন্য ইনফোসিস এবং মাইক্রোসফট জোটবদ্ধ হলো।

3. নতুন দিল্লীতে 26 – 27 শে সেপ্টেম্বর 13 তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্স অনুষ্ঠিত হলো।

4. ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও এর কার্যকাল এক বছর বাড়ানো হলো।

5. প্রতিবছর 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়, থিম – Tourism and green investment.

6. 2024 অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হলো মালয়ালাম সিনেমা ‘2018: Everyone is a Hero’.

7. The Man From U.N.C.L.E” এর জন্য বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ডেভিড ম্যাককালাম 90 বছর বয়সে প্রয়াত হলেন।

8. ভারতীয় বায়ুসেনায় ভারতের প্রথম C-295 এয়ারক্রাফটকে অন্তর্ভুক্ত করা হলো।

9. Uniqlo India’s ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্যাটরিনা কাইফকে নিযুক্ত করা হলো।

10. আয়ুষ্মান ভারত স্কীমের জন্য ছত্তিশগড় তিনটি জাতীয় পুরস্কার জিতলো।

আরও পড়ুন:

Leave a Comment