দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th জুলাই 2024 | Daily Current Affairs in Bengali 5th July 2024

Rate this post

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 5th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th জুলাই 2024 | Daily Current Affairs in Bengali 5th July 2024

1. প্রাক্তন R&AW প্রধান রাজিন্দার খান্নাকে অ্যাডিশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে (NSA) নিযুক্ত করা হলো।

2. প্রাক্তন স্পাই প্রধান Dick Schoof নতুন ডাচ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

3. শ্রী নবীন চন্দ্র ঝা কে নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো SBI জেনারেল ইন্সুরেন্স।

4. 112 টি জেলায় 3 মাস ব্যাপী ‘Sampoornata Abhiyan’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলো নীতি আয়োগ।

5. UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46 তম অধিবেশনটি নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে ভারত।

6. প্রখ্যাত লেখক ও সক্রিয়তাবাদী ব্যক্তি P. Geetha কে K. Saraswathi Amma আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

7. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Dr. B. N. Gangadhar.

8. জর্ডনে অনুষ্ঠিত U-23 Asian Wrestling চ্যাম্পিয়নশিপে ভারত 19 টি মেডেল জিতলো।

9. নতুন দিল্লীর শাস্ত্রী ভবনে DMF Gallery -র উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

10. জেনেভাতে অনুষ্ঠিত প্রতিনিধিত্ব স্তরের মিটিংয়ে ‘Colombo Process’ এর সভাপতিত্ব করলো ভারত।

আরও পড়ুন:

Leave a Comment