দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2024 | Daily Current Affairs in Bengali 5th September 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 5th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2024 | Daily Current Affairs in Bengali 5th September 2024

1. তিন বছরের জন্য ভারতের 23 তম আইন কমিশনের মান্যতা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

2. প্যারিসে 2024 চিফ সায়েন্স অ্যাডভাইজার্স রাউন্ডটেবিল -এর আয়োজন করতে আয়োজন করতে চলেছে ভারত এবং ইউনেস্কো।

3. 2024 অর্থবর্ষে Gross State Domestic Product (GSDP) -তে সর্বোচ্চ গ্রোথ তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থানে রিপোর্ট করা হলো।

4. বারাণসীর Sampurnanand Sanskrit University -তে Vedic-3D মিউজিয়াম স্থাপন করার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

5. বিশ্ব বধির শ্যুটিং চ্যাম্পিয়নশিপে Anuya Prasad গোল্ড মেডেল জিতলেন।

6. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লীতে AgriSURE স্কিম লঞ্চ করলেন।

7. রাজস্থানের আজমীর জেলায় “Vishanu Yuddh Abhyas” নামক মক ড্রিলের আয়োজন করলো National One Health Mission (NOHM).

8. 4700 কোটি টাকার বিনিময়ে GIC Re -এর 6.78% মালিকানা বিক্রি করতে চলেছে অর্থ মন্ত্রক।

9. IIT দিল্লী আবুধাবি ক্যাম্পাসের উদ্বোধন করলেন আবুধাবির ক্রাউন প্রিন্স Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan.

10.প্যারালিম্পিক 2024 -এর হাই-জাম্প ইভেন্টে Sharad Kumar এবং Mariyappan Thangavelu যথাক্রমে সিলভার এবং ব্রোঞ্জ পদক জিতলেন।

আরও পড়ুন:

Leave a Comment