8th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Daily Current Affairs In Bengali 8th July 2023

Rate this post

8th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs In Bengali 8th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে 8th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

8th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Daily Current Affairs In Bengali 8th July 2023

1. বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

2. ভারতীয় নৌবাহিনী এবং ইউএস নেভি কোচিতে SALVEX অনুশীলনের সপ্তম সংস্করণ সম্পন্ন করলো।

3. নেদারল্যান্ড পুরুষ দল দ্বিতীয় FIH হকি প্রো লীগ খেতাব জিতলো।

4. ভারত এবং সিঙ্গাপুর 5 বছরের জন্য সহযোগিতা চুক্তির মেয়াদ বাড়ালো।

5. দেশের প্রথম ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (NavIC) এর উপর হ্যান্ড-হেল্ড নেভিগেশন ডিভাইস আনলো Elena সংস্থা।

6. পি বাসুদেবন কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

7. Immersive 3D Experience এর সাথে মেটাভার্স এ ভার্চুয়াল ব্রাঞ্চ করলো করলো PNB.

8. ফিনান্সিয়াল প্লানিং স্ট্যান্ডার্ডস বোর্ড (FPSB) অফ ইন্ডিয়া কৃষাণ মিশ্রকে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো।

9. তিনদিন ব্যাপী গ্রীন হাইড্রোজেনের উপর আন্তর্জাতিক কনফারেন্স নতুন দিল্লীতে শুরু হলো।

10. Global Peace ইনডেক্স 2023 অনুযায়ী, আইসল্যান্ড শীর্ষস্থান অধিকার করলো, ভারত 126 তম স্থান অধিকার করেছে।

আরও পড়ুন:

Leave a Comment