আদমশুমারি বিভাগ কর্তৃক প্রদত্ত শহরের সংজ্ঞা দাও।
পৃথিবীর বিভিন্ন দেশের আদমশুমারি বিভাগ শহরের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। সেগুলি হল-
১)ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে 250 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
২)কানাডা ও স্কটল্যান্ডে 1000 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
৩)গ্রীস ও স্পেনে 10,000 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
৪)নেদারল্যান্ডে 20,000 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
৫)আমেরিকা যুক্তরাষ্ট্রে 25,000 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
৬)ফ্রান্স ও পর্তুগালে 2000 জনসংখ্যা বিশিষ্ট বসতিকে শহর বলা হয়।
তবে ভারতের আদমশুমারি বিভাগ কর্তৃক প্রদত্ত শহরের সংজ্ঞা হল-যেসব জনবসতির জনসংখ্যা 5000 জনের বেশী, জনঘনত্ব 386 জনের বেশী এবং কর্মজীবী মানুষের অধিকাংশ (75%) অকৃষিকাজে নিযুক্ত, তাকে শহর বলে।