টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি কি কি? টোকিও উপসাগরের তীরে জাপানের টোকিও ও ইয়াকোহামা শহরকে কেন্দ্র করে কোয়ান্টো সমভূমির ওপর যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তাকে টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চল। জাপানের মোট শিল্প উৎপাদনের প্রায় 25% এই শিল্পাঞ্চলে উৎপাদিত হয়। এই শিল্পাঞ্চলের টোকিও, ইয়াকোহমা, কাওয়াসাকি, চিবা প্রভৃতি স্থানে লৌহ ইস্পাত, কার্পাস বয়ন, মোটর গাড়ি নির্মাণ, কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স ইত্যাদি শিল্প উন্নতি লাভ করেছে। জাপানের টোকিও- ইয়াকোহামা শিল্পাঞ্চলের এই শিল্পোন্নতির কারণগুলি হল-
১) সমতল ভূপ্রকৃতি
২) কাঁচামাল প্রাপ্তির সুবিধা
৩) শিল্প স্থাপনের অনুকূল জলবায়ু
৪) বন্দরে সান্নিধ্য
৫) জলবিদ্যুৎ এর প্রাচুর্য
৬) উন্নত পরিবহন ব্যবস্থা
৭) উন্নত প্রযুক্তি বিদ্যার প্রয়োগ
৮) দক্ষ শ্রমিকের প্রাচুর্য
৯) মূলধনের জোগান
১০) সরকারি শিল্পনীতি
১১) জাপানিদের গভীর জাতীয়তাবোধ
১২) শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা।